Farakka Ganga River treaty

Indo-Bangladesh treaty: ‘বাংলাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা’! রাজ্যকে এড়িয়ে ফরাক্কা চুক্তি করায় মোদিকে আক্রমণ তৃণমূলের

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরেই ফরাক্কা-গঙ্গা চুক্তির নবীকরণ হয়েছে শনিবার। সেই নিয়ে আপত্তি তুলল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল।

আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসের বাড়ল, বললেন অর্থমন্ত্রী

তৃণমূলের অভিযোগ, “বাংলার সঙ্গেই আলোচনা না করেই ফরাক্কা-গঙ্গা চুক্তির নবীকরণ করা হয়েছে, অথচ ফরাক্কা চুক্তির একটি অংশ পশ্চিমবঙ্গ”। অর্থাৎ রাজ্যকে এড়িয়ে ফরাক্কা চুক্তি করা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। শুধু তাই নয়, তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, আগের চুক্তি অনুযায়ী রাজ্য়ের পাওনা টাকাও রাজ্যকে দেয়নি কেন্দ্র, সেই সঙ্গে গঙ্গায় থেকে পলি তোলার কাজও বন্ধ রয়েছে, যা বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘বাংলাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা’ বলে অভিহিত করেছেন ডেরেক।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন নিয়ে চুক্তি হয়েছিল। ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই চুক্তি স্বাক্ষর করেছিলেন দেবগৌড়া এবং শেখ হাসিনা। এই চুক্তির অংশ ছিল একাধিক রাজ্যও। ৩০ বছরের মেয়াদি এই চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালে।  এই চুক্তির নবীকরণে বাংলাকে এড়িয়ে গিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি তৃণমূলের।