প্রতীকী ছবি

New Delhi News:: শীতে রাজধানীকে দূষণ থেকে বাঁচাতে ২১ দফার চূড়ান্ত উইন্টার অ্যাকশন প্ল্যান জারি দিল্লি প্রশাসনের

নয়াদিল্লি: দিল্লিতে শীতকালীন দূষণ নিয়ন্ত্রণে বুধবার চূড়ান্ত মোট ২১ দফার উইন্টার অ্যাকশন প্লান ঘোষণা করল দিল্লি প্রশাসন। এরমধ্যে ঘরে থেকে কাজ করা অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম থেকে নিজস্ব গাড়ি ব্যবহার এড়ানো-সহ একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন বায়ুদূষণ নিয়ন্ত্রণে ড্রোনের ব্যবহারও করা হবে।

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টা…! ১৫ রাজ্য কাঁপাবে ঝড়-জল-বৃষ্টি-দুর্যোগ! কী সতর্কতা বাংলায়?
ইতিমধ্যেই, জরুরি ভিত্তিতে শীতকালের জন্য গাড়ির ক্ষেত্রে ‘জোড়-বিজোড় নীতি’ ফেরত আনা হবে। এছাড়াও কৃত্তিম বৃষ্টিপাতের ব্যবস্থাও করা হবে। এই প্রসঙ্গে তিনি জানান, “প্রয়োজনে আমরা নিজস্ব গাড়ির সংখ্যা কমিয়ে দেব, এবং যদি প্রয়োজন হয় জোড়-বিজোড় নীতিও ফিরিয়ে আনা হবে। আমরা কৃত্তিম বৃষ্টিপাতের ব্যবস্থাও করছি।”

আরও পড়ুন: চলন্ত ট্রেনে হার্ট অ্যাট্যাক, টিকিট পরীক্ষক প্রাণ বাঁচালেন ট্রেনযাত্রীর!
বায়ুদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইতিমধ্যেই গোটা শহরে ৩৬০টি দল তৈরি করা হয়েছে যারা গাড়ির দূষণ নিয়ন্ত্রণের কাগজ পরীক্ষা করবেন। এছাড়াও ১০ থেকে ১৫ বছরের পুরনো সমস্ত গাড়ি বন্ধ করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ আনা হবে বলেও জানান তিনি।
ইতিমধ্যেই একটি ৬ সদস্যের টাস্ক ফোর্স দল গঠন করা হয়েছে দূষণের আশঙ্কা করে। পরিবেশমন্ত্রী গোপাল রাই জানান, তিনি আশাবাদী গতবারের তুলনায় এই বছর কি