প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক

Prosenjit Chatterjee: ফের ধুন্ধুমার টলিপাড়ায়! প্রসেনজিতের বাড়িতে জরুরি বৈঠক, কারা কারা উপস্থিত? পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে নয়া মোড়

কলকাতা: লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ৷ সোমবারও জট কাটল না টলিপাড়ায়৷ গত কয়েকদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রি বিরল ঘটনা সাক্ষী৷ সোমবার সকালের ছবিটাও একইরকম৷ আজ সকাল থেকেই টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ৷ কবে কাটবে জট? তা নিয়ে বাড়ছে চিন্তা৷

পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে এবার নয়া মোড়৷ সোমবার দুপুর গড়াতেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি উৎসবে জরুরি বৈঠকের আয়োজন করা হয়৷ টলিউডের প্রযোজক-পরিচালকরা সকলেই একজোট হলেন প্রসেনজিতের বাড়িতে৷

আরও পড়ুন- স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে শুরু হয়ে গিয়েছে জরুরি বৈঠক৷ প্রসেনজিতের বাড়িতে পৌঁছেও গিয়েছেন পরিচালকদের একাংশ৷ যেখানে উপস্থিত হয়েছেন রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়,অনিরুদ্ধ রায়চৌধুরী,বীরসা দাশগুপ্ত-সহ টলিপাড়ার আরও পরিচালকরা।

আরও পড়ুন- ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

গত শনিবারই টেকনিশিয়ান স্টুডিওতে তাঁরা একজোট হয়েছিলেন৷ সোমবার ফ্লোর বয়কটের পর এটাই তাঁদের নতুন পদক্ষেপ৷ পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও৷ তবে পাল্টা তোপ দেগে আজ বিকেল ৪ টের সময়ে ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে৷

সোমবার সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শ্যুটিং ফ্লোর-ই ফাঁকা। কোনও ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি ১-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই বন্ধ রয়েছে। টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত ২ টো পর্যন্ত ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোনও ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷ কবে কাটবে এই অচলাবস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে৷