ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা৷ তার আগে চরম সতর্কতা সৈকত শহর দিঘায়৷ এ দিন সকাল থেকেই দিঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন৷ পর্যটকদের দিঘা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে৷ যদিও ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের ভয়াল রূপ দেখতে উৎসুক অনেক পর্যটকই দিঘায় থেকে গিয়েছেন৷ এ দিন বিকেলের পর সৈকতে পুলিশের তৎপরতা আরও বাড়ে৷ তবে সময়ের সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘার আবহাওয়া বুধবার বিকেল পর্যন্ত মনোরমই ছিল৷ সন্ধের পর হাল্কা বৃষ্টিও হয় দিঘায়৷ তবে পর্যটকরা আবহাওয়া উপভোগ করলেও স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করেছে৷ সৈকত লাগোয়া এলাকা ছেড়ে অনেকেই নিরাপদ স্থানে চলে যাচ্ছেন৷