★প্রতিটি বরোতে হাইড্রোলিক ল্যডার-সহ গাছ কাটা ও সরানোর জন্য গ্যাং প্রস্তুত থাকবে। থাকবেন নিকাশির কর্মী থেকে বাড়ি ভাঙ্গার কর্মীরাও। ★কলকাতা পুরসভাতেও একটা সেন্ট্রালাইজ টিম থাকবে উদ্ধারকাজ এবং বিপর্যয় মোকাবেলার জন্য। ★প্রস্তুত রাখা আছে ২৬৮টি নিকাশির ক্লিনিং মেশিন। ★৮১ টি পাম্পিং স্টেশন এর সব পাম্প প্রস্তুত রাখা হচ্ছে। ★মোট পাম্পের সংখ্যা ৪৫২ টি। ★ এছাড়াও জল জমতে পারে সেসব জায়গাতেও অতিরিক্ত পাম্প ক্ষমতায়েন রাখা হবে। ★প্রতিটি বরোতে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক-সহ গোটা টিম প্রস্তুত থাকবে।

Cyclone Dana in Digha: ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগে কী অবস্থা দিঘার? দেখুন ভিডিও

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা৷ তার আগে চরম সতর্কতা সৈকত শহর দিঘায়৷ এ দিন সকাল থেকেই দিঘায় সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন৷ পর্যটকদের দিঘা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে৷ যদিও ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের ভয়াল রূপ দেখতে উৎসুক অনেক পর্যটকই দিঘায় থেকে গিয়েছেন৷ এ দিন বিকেলের পর সৈকতে পুলিশের তৎপরতা আরও বাড়ে৷ তবে সময়ের সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে উঠলেও দিঘার আবহাওয়া বুধবার বিকেল পর্যন্ত মনোরমই ছিল৷ সন্ধের পর হাল্কা বৃষ্টিও হয় দিঘায়৷ তবে পর্যটকরা আবহাওয়া উপভোগ করলেও স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক গ্রাস করেছে৷ সৈকত লাগোয়া এলাকা ছেড়ে অনেকেই নিরাপদ স্থানে চলে যাচ্ছেন৷