গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করা যায়? ফাইন হয় কি? জেনে নিন ট্রাফিক নিয়ম

কলকাতা: গাড়ির সানরুফ থেকে বেরিয়ে রয়েছে অর্ধেক শরীর। দু’হাত দু’দিকে মেলে ধরেছেন যাত্রী। খোলা চুল হাওয়ায় লুটোপাটি। এমন ভিডিও হামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

দেখতে ভাল লাগলেও, নিরাপত্তার দিক থেকে কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় এবার কলকাতার ট্রাফিক পুলিশ মোটর ভেহিক্যাল অ্যাক্টের ধারা ১৮৪ (এফ) লঙ্খনের দায়ে ১০০০ টাকা জরিমানা করছে।

ব্যস্ত রাস্তায় দ্রুত ছুটছে গাড়ি। কিন্তু গাড়ির ছাদ থেকে বেরিয়ে রয়েছে মাথা এবং অর্ধেক শরীর। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে এই দৃশ্য। এমন বিপজ্জনক স্টান্ট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বর্তমানে ব্যাপক প্রচার চালাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। পাশাপাশি ভিডিও ফুটেজ রাখা হচ্ছে। চালককে গ্রেফতার না করা হলেও জরিমানা করা হচ্ছে।

আরও পড়ুন- এসি বিক্রি নিয়ে বড় আপডেট! AC সব থেকে বেশি কিনছেন কারা, জানা গেল গরম বাড়তেই

গাড়ি দ্রুত গতিতে ছুটলে হাওয়া এসে ধাক্কা মারে। এ এক অসাধারণ অনুভূতি। জোরালো হাওয়ায় শরীর শীতল হয়ে যায়। এই হাওয়ার স্পর্শ পেতে অনেকেই জানলা দিয়ে মুখ বের করে রাখেন।

কেউ কেউ সানরুফে মাথা গলিয়ে দেন। এতে সুন্দর অনুভূতি হলেও নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলেন, যত ভালই লাগুক না কেন, চালক এবং যাত্রীকে সিটেই থাকতে হবে।

বিশেষ করে ভারতের এবড়োখেবড়ো রাস্তায়। রাস্তার বাম্পের ঝাঁকুনি বা আচমকা ব্রেক কষলে সানরুফ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। গুরুতর চোট তো লাগবেই, মৃত্যুও হতে পারে।

শীতকালেই সবচেয়ে বেশি সানরুফ থেকে মাথা এবং শরীর বের করে নরম রোদের আমেজ নেন যাত্রীরা। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তাৎক্ষণিক আরামের জন্য নিরাপত্তাকে শিকেয় তোলা যায় না। এই কারণেই পুলিশ এমন যাত্রা ঠেকাতে আইনি ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন- এসি বিক্রি নিয়ে বড় আপডেট! AC সব থেকে বেশি কিনছেন কারা, জানা গেল গরম বাড়তেই

অনেক সময় রাস্তায় ঝুলন্ত বিদ্যুতের তার, ঘুড়ির সুতো চালকের দৃষ্টি এড়িয়ে যায়। দুর্ঘটনাও ঘটে। সানরুফ থেকে মাথা বের করে রাখলে ঘুড়ির সুতোর মাঞ্জায় কেটে যাওয়ার কিংবা তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাত্রার সময় সর্বদা গাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হয় যাত্রীদের। সঙ্গে সিটবেল্ট পরাও অপরিহার্য।