গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন রাখা যায়? ট্রাফিক আইন জেনে নিন

কলকাতা: মোটর ভেহিক্যাল (অ্যামেন্ডেড) অ্যাক্ট ২০১৯ কার্যকর হওয়ার পাঁচ বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত চালকরা ট্রাফিক নিয়ম সম্পর্কে সঠিক ভাবে সচেতন নন। ১ সেপ্টেম্বর, ২০১৯ সালে নতুন আইন সারা দেশে কার্যকর হয়েছে।

এই আইনটি কার্যকর হওয়ার পর থেকে, দিল্লি সহ দেশের অনেক রাজ্যে ট্রাফিক চালানের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাজার হাজার টাকার চালান দিতে হচ্ছে চালকদের।

বিশেষ করে গাড়ি চালানোর সময় যদি চালকদের হাতে মোবাইল ফোন থাকে এবং সে ক্ষেত্রে কথা বলা হোক বা না হোক তবুও চালান জারি করা হচ্ছে। এই ক্ষেত্রে, ট্রাফিক পুলিশ ৫০০০ থেকে ১০০০০ টাকার চালান জারি করে এবং ৯০ দিনের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে।

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কেন বাংলায় বেশি হয়? রয়েছে বড় একটি কারণ, অবাক হবেন জানলে

গত শনিবারই নয়ডায় কর্মরত সন্দীপ শর্মা দিল্লি থেকে গাজিয়াবাদ আসছিলেন। অক্ষরধাম মন্দিরের কাছে সন্দীপ শর্মার গাড়ি থামায় দিল্লি ট্রাফিক পুলিশ। গাড়ি থামানোর পর ট্রাফিক পুলিশ শর্মার কাছে ড্রাইভিং লাইসেন্স দাবি করে।

এস শর্মা ট্রাফিক পুলিশ সদস্যকে জিজ্ঞেস করেন, তাঁকে থামানো হয়েছে কেন? ট্রাফিক পুলিশের জওয়ান বলেন, গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ধরেছিলেন। অতএব, ৫০০০ টাকার চালান জারি করা যেতে পারে এবং ড্রাইভিং লাইসেন্স ৯০ দিনের জন্য সাসপেন্ড করা যেতে পারে। গাড়ি চালানোর সময় উভয় হাত মুক্ত রাখতে হবে।

মোবাইল হাতে রাখার জন্য কি চালান কাটা যেতে পারে?

এমতাবস্থায় প্রশ্ন জাগে নেভিগেশন দেখার জন্যও কি ফোন হাতে ধরে রাখা যাবে না? আমরা জানিয়ে রাখি যে মোটর ভেহিক্যালস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৯-এ একটি বিধান রয়েছে যে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন- ভারতে কোন ব্যক্তি প্রথম মোবাইলে কথা বলেন? নামটা কিন্তু তাজ্জব করে দেবে!গর্বও হবে

কিন্তু, হাতে ধরে গাড়ি চালাতে পারেন কি না এই বিষয়ে এই আইনে কোনও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। তা সত্ত্বেও চালান কাটা হচ্ছে।

মোটর ভেহিক্যালস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৯-এ একটি বিধান রয়েছে যে গাড়ি চালানোর সময় উভয় হাত মুক্ত থাকতে হবে। নয়তো ট্রাফিক পুলিশ লক্ষ্য করলে চালান জারি করা হবে। যাই হোক, বেশিরভাগ রাজ্যের মোটর ভেহিক্যালস আইনে ব্লুটুথ হেডফোন সম্পর্কিত কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

মোটর ভেহিক্যালস আইনে কী কী বিধান আছে

মোটর ভেহিক্যালস আইনের ধারা ১৮৪ (সি)-এর অধীনে, কোনও ব্যক্তি মোটর গাড়ি চালানো বা চালানোর সময় তাঁর হাতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মোটর ভেহিক্যালস আইন ১৯৮৮-এর ধারা ৬৭ সংশোধন করা হয়েছে।

এতে গাড়ি চালানোর সময় হাত পরিষ্কার রাখতে হবে। এই জন্য, গাড়ি চালানোর সময় কিছু খেতে বা হাতে রাখতে পারবেন না চালক। তবে হ্যাঁ, নেভিগেশন দেখতে মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে।