রেল দুর্ঘটনায় বাতিল ট্রেন

Train Cancel: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল ট্রেন, একাধিক ট্রেনের রুট বদল, রইল উত্তরবঙ্গগামী ট্রেনের তালিকা

*কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রসে দুর্ঘটনার জেড়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল। আরও একাধিক ট্রেনের রুটবদল, জানিয়ে দিল রেল। শিলিগুড়ি জংশন- রাধিকাপুর ডিএমইউ, রাধিকাপুর শিলিগুড়ি জংশন ট্রেন, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল বাতিলের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি। 
*কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রসে দুর্ঘটনার জেড়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল। আরও একাধিক ট্রেনের রুটবদল, জানিয়ে দিল রেল। শিলিগুড়ি জংশন- রাধিকাপুর ডিএমইউ, রাধিকাপুর শিলিগুড়ি জংশন ট্রেন, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল বাতিলের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সংগৃহীত ছবি।
*যে সব ট্রেনের রুট বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, কামাখ্যা-অনন্তবিহার নর্থ-ইস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কামাক্ষা-গয়া এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। সংগৃহীত ছবি।
*যে সব ট্রেনের রুট বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, কামাখ্যা-অনন্তবিহার নর্থ-ইস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কামাক্ষা-গয়া এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। সংগৃহীত ছবি।
*সূত্রের খবর অনুযায়ী, ঘুরপথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেসের মত বিভিন্ন ট্রেন। জানা গিয়েছে, আলুয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি পথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন। সংগৃহীত ছবি।
*সূত্রের খবর অনুযায়ী, ঘুরপথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেসের মত বিভিন্ন ট্রেন। জানা গিয়েছে, আলুয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, নিউ জলপাইগুড়ি পথে চলবে রাজধানী, বন্দে ভারত, পদাতিক এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন। সংগৃহীত ছবি।
*কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ছুঁতে পারে ১৫, আহত ৬০ যাত্রী। অন্য এক সূত্রের খবর, মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৮, আহত ৫৮ যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সংগৃহীত ছবি।
*কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ছুঁতে পারে ১৫, আহত ৬০ যাত্রী। অন্য এক সূত্রের খবর, মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৮, আহত ৫৮ যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সংগৃহীত ছবি।
*সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷ দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। সংগৃহীত ছবি।
*সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷ দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। সংগৃহীত ছবি।