নদীবাঁধে বাপী হালদার 

Cyclone Remal: সুন্দরবনের একাধিক নদীবাঁধ দুর্বল, কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রার্থী

মথুরাপুর: রিমলের জেরে একাধিক এলাকায় নদীবাঁধ দুর্বল হয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ঠিক সেসময় দুর্বল নদীবাঁধগুলি ঘুরে দেখেছেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপী হালদার।

নদীবাঁধ ঘুরে দেখার পর বলেন, ‘বারবার কেন্দ্রীয় সরকারের কাছে বলা সত্বেও নদীবাঁধ সারানোর জন্য কোনও টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। বারবার বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করলেও তারা কোনও কর্ণপাত করেনি। আজ যখন ঝড় চলছে তখন যারা বড় বড় কথা বলছিল তাদের কারও দেখা পাওয়া যাবে না।’

তিনি এও জানান, আমফানের সময় উপকূলীয় এলাকার মানুষের পাশে ছুটে গিয়েছিলেন। ইয়াসেও ছিলেন। এই ঝড়েও আছেন। নদীবাঁধ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন রায়দিঘির বিধায়ক  অলক জলদাতা, জেলা পরিষদীয় সদস্য মাধবী হালদার পুরকাইত-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।