আনন্দ উৎসবে দুর্ঘটনার পুনরাবৃত্তি চায় না রাজ্য, বিশেষ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura News: আনন্দ উৎসবে দুর্ঘটনার পুনরাবৃত্তি চায় না রাজ্য, বিশেষ বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা: রথযাত্রায় বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছে ত্রিপুরা। খুশির উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতির শিকার যাতে চলতি বছরে না হতে হয়, তাই সচেষ্ট সরকার। পবিত্র রথ উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক করা হল।

আসন্ন রথযাত্রা এবং উল্টোরথ যাত্রাকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এই উৎসবের পর্বে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই বিষয়ে গুরুত্ব আরোপ করে, ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে সকল জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সূর্যের গমনে বিপুল ধনপ্রাপ্তি! চাকরিতে পদোন্নতির সুখবর, কর্কট সংক্রান্তিতে ৫ রাশির চওড়া হাসি

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যের ঐতিহ্যবাহী নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে রথযাত্রা উৎসব৷ এই উৎসব আমাদের রাজ্যের চিরাচরিত সম্প্রীতির এতিহ্যকে বহন করে। এই উৎসব উপলক্ষ্যে প্রচুর দর্শণার্থীর সমাগম ঘটে। তাই এই উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেদিকে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। আগামী ৭ ও ১৫ জুলাই অনুষ্ঠিতব্য পবিত্র রথযাত্রা ও উল্টোরথ যাত্রায় যে কোনও প্রকারের অনভিপ্রেত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।”

রথযাত্রার আয়োজকদের রথের চুড়ার উচ্চতা ও রথ বানানোতে সরকারি সমস্ত নীতি নির্দেশিকা মেনে করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি রথের গতিপথের যে নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি‌ ভিড় ব্যবস্থাপনা সুচারুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

এই পবিত্র উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবং সতর্কতা অবলম্বন করতে, প্রশাসনের পাশাপাশি, সকল উদ্যোক্তা ও জনসাধারণের প্রতি আহ্বান রেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সভায় মুখ্য সচিব জে. কে. সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন।