Tripura CM Manik Saha: দেশের জন্য যাঁরা বলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ… ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ এক উঁচু মাত্রায় পৌঁছেছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের মানে মানুষের মধ্যে দেশাত্মবোধক চিন্তাভাবনা জাগ্রত করা,’ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।  ত্রিপুরা সরকারও প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বলে জানান তিনি।

‘স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ক্রীড়া-সহ সব ক্ষেত্রকে উন্নত করে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার। এবারও হর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর অর্থ হল দেশের জন্য যাঁরা বলিদান দিয়েছেন তাঁদের সম্মান প্রদর্শন করা।’ রাজ্য সরকারের উদ্যোগে  আগরতলার উমাকান্ত মাঠে আয়োজিত তিরঙ্গা যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

আরও পড়ুন:   রাত দখলের রাতে আরজি করে হামলা! জোর করে ভিতরে ঢুকে হাসপাতালে ভাঙচুর বহিরাগতদের

তিনি আরও বলেন, ‘দেশ সবকিছুর আগে। তারপর অন্যকিছু। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেসরকারিভাবেও বিভিন্ন সামাজিক সংস্থার তরফে নানা কর্মসূচি করা হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে আজ তিরঙ্গা হাতে নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সরকারি আধিকারিক, স্কুল কলেজের ছাত্রছাত্রী-সহ বিভিন্ন পেশার মানুষ সামিল হয়েছেন। সারা রাজ্যে বিভিন্ন মহকুমা, জেলা সহ সব জায়গাতেই এ ধরনের কর্মসূচি করা হচ্ছে। এজন্য রাজ্যবাসী ও দেশবাসীকে ধন্যবাদ।’