বিপ্লব দেবকে পাশে নিয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

Loksabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচন! দুই আসন জিততে, জোর লড়াই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর 

ত্রিপুরা: দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন নির্বাচনে এনডিএ ৪০০টিরও অধিক আসনে জয়ী হবে। রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে, প্রচারে বেরিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে  বাধারঘাট মণ্ডলের উদ্যোগে চারিপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনী র‍্যালিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মাঝখানে আর কয়েকটা দিন বাকি মাত্র। পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লবকুমার দেব। আর পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছেন রাজ পরিবারের কৃতি সিং দেববর্মা।

যদিও নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ময়দানে নেমে কাজ করছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলির তুলনায় অনেক এগিয়ে রয়েছে শাসক দল। দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রফেসর ডাঃ মানিক সাহা দায়িত্ব নিয়েই বিভিন্ন সরকারি কর্মসূচিতে প্রায় সারা রাজ্য পরিদর্শন করেছেন। সেই সঙ্গে সেরে নিয়েছেন একের পর এক দলীয় ও সাংগঠনিক কর্মসূচি।

এবারও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারও রাজধানীর চারিপাড়া এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে সুবিশাল পদযাত্রায় অংশ নেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে ঘিরে সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সবাই অপেক্ষা করছেন আসন্ন নির্বাচনের দিনক্ষণের। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর উপর দেশবাসীর আস্থা রয়েছে। তাই আমি নিশ্চিত রাজ্যের দুটি আসনে গতবারের চাইতেও অধিক মাত্রায় ভোট পেয়ে বিজয়ী হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।

 মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা শুধু মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন নয়, তাদের সমর্থনও চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মানুষের সমর্থনও খুবই প্রয়োজন। এখন রাজ্যে জাতি জনজাতি একসঙ্গে মিলেমিশে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। আগে আমাদের আইপিএফটি-এর সঙ্গে জোট ছিল। আর এখন তিপরামথাও যোগ দিয়েছে। আমরা নিশ্চিত যে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। কারণ বিরোধীদের কাছে এখন আর কোনও ইস্যু নেই। আসন্ন নির্বাচনে এনডিএ ৪০০টিরও অধিক আসনে জয়ী হবে।

এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করেন বাধারঘাট কেন্দ্রের বিধায়ক মীনারানি সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।