বিপ্লব দেবকে পাশে নিয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura Politics: ত্রিপুরায় এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে ব্যস্ত বর্তমান মুখ্যমন্ত্রী 

আবীর ঘোষাল, আগরতলা: ‘‘প্রধানমন্ত্রী মানেই জাতি-জনজাতিদের উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি।’’ কাঞ্চনমালা এলাকায় জনসম্পর্ক অভিযানে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই জাতি জনজাতিদের উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলছে উত্তর পূর্বাঞ্চল। উন্নতির দিশায় এগিয়ে চলছে ত্রিপুরা। প্রধানমন্ত্রী আমাদের হিরা মডেল উপহার দিয়েছেন। তাঁর দিক নির্দেশনায় সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে রাজ্য। তাই আসন্ন নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন– ‘এটা আমার বাড়ি, আমি এখানে থাকতে এসেছি…’, ভোট প্রচারে বেরিয়ে বার্তা ইউসুফ পাঠানের

গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করে এমনটাই জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী।

হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র। তারপরই নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা ও আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন ঘোষণা হতেই সাজো সাজো রব পড়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। যদিও ভোট ঘোষণার অনেক আগে থেকেই ময়দানে নেমে কাজ করে চলেছে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই রাজ্যের প্রায় সবকটি জেলায় একাধিক সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দলীয় মিটিং, সভা, বৈঠক-সহ মন্ডল কার্যক্রমে শামিল হন তিনি।

আরও  পড়ুন– জামাকাপড় কিনতে গেলে চেহারার মাপ জানতে চাইলে XL এবং XXL তো বলছেন? কিন্তু জানেন কি এই ‘X’-এর অর্থ?  

এই অবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে বৃহস্পতিবার জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র গোলাঘাটির কাঞ্চনমালা এলাকায় ১০, ১৫ ও ১৭ নম্বর বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলে স্থানীয় লোকজন মুখ্যমন্ত্রীকে সাদরে বরণ করে নেন। রীতিমতো শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এলাকার মানুষ। প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান রাখেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক জনমুখী প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করেন। এই সম্পর্কিত প্রচার লিফলেট মানুষের কাছে বিতরণ করেন তিনি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস প্রত্যক্ষ করে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগীরা ৪০০ আসন পার করবে। এদিন জনজাতি অধ্যুষিত এলাকা কাঞ্চনমালা বাজারে ব্যবসায়ীদের সাথেও জনসংযোগ অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কাঞ্চনমালায় জনসম্পর্ক অভিযান শেষে দলীয় কার্যালয়ে স্থানীয় কার্যকর্তা ও পদাধিকারীদের সাথে বার্তালাপ করেন। আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্যও তাদের উৎসাহিত করেন মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির যুব নেতা তথা টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক সহ মন্ডল ও বুথ স্তরের অন্যান্য নেতৃত্ব।