Tulsi Vastu Tips: জানেন… তুলসী মঞ্জরীর আছে অলৌকিক প্রভাব!…এই ৫ কাজ করলে কোনওদিন হবে না টাকার অভাব, সংসারে থাকবে অপার শান্তি

সনাতন ধর্মে বিশ্বাসী প্রতিটি পরিবারই তাঁদের সংসারের কল্যাণের কথা ভেবে বাড়িতে তুলসী গাছ রেখে থাকেন৷ নিত্যপুজোর কাজে তুলসী পাতার ব্যবহার ছাড়াও তুলসী পাতা, মঞ্জরী, এমনকি কাঠেরও বহু গুণাগুণ রয়েছে৷
সনাতন ধর্মে বিশ্বাসী প্রতিটি পরিবারই তাঁদের সংসারের কল্যাণের কথা ভেবে বাড়িতে তুলসী গাছ রেখে থাকেন৷ নিত্যপুজোর কাজে তুলসী পাতার ব্যবহার ছাড়াও তুলসী পাতা, মঞ্জরী, এমনকি কাঠেরও বহু গুণাগুণ রয়েছে৷
জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলে থাকেন, তুলসী গাছে নতুন মঞ্জরী আসার অর্থ, সংসারে সব কিছু সুন্দর চলছে৷ এমনকি, খুব শীঘ্রই কোনও সুখবর পাওয়ারও সম্ভাবনা থাকে এক্ষেত্রে৷ কিন্তু, অনেক সময়ই আমরা তুলসীর মঞ্জরী শুকিয়ে যাওয়ার পরে তা ছিঁড়ে ফেলে দিই৷ এটা কি আদৌ উচিত? কোন কোন শুভ কাজে ব্যবহার করা যেতে পারে তুলসীর মঞ্জরী? জানাচ্ছেন, দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্য।
জ্যোতিষ বিশেষজ্ঞেরা বলে থাকেন, তুলসী গাছে নতুন মঞ্জরী আসার অর্থ, সংসারে সব কিছু সুন্দর চলছে৷ এমনকি, খুব শীঘ্রই কোনও সুখবর পাওয়ারও সম্ভাবনা থাকে এক্ষেত্রে৷ কিন্তু, অনেক সময়ই আমরা তুলসীর মঞ্জরী শুকিয়ে যাওয়ার পরে তা ছিঁড়ে ফেলে দিই৷ এটা কি আদৌ উচিত? কোন কোন শুভ কাজে ব্যবহার করা যেতে পারে তুলসীর মঞ্জরী? জানাচ্ছেন, দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্য।
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী পূজোর সাথে সম্পর্কিত অনেক নিয়ম রয়েছে, যেগুলি মেনে চলা যে কোনও গৃহস্থ সংসারের জন্য বাধ্যতামূলক। ধর্মীয় গ্রন্থে তুলসীর শিকড় থেকে পাতা ও ডালপালা পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী পূজোর সাথে সম্পর্কিত অনেক নিয়ম রয়েছে, যেগুলি মেনে চলা যে কোনও গৃহস্থ সংসারের জন্য বাধ্যতামূলক। ধর্মীয় গ্রন্থে তুলসীর শিকড় থেকে পাতা ও ডালপালা পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
মঞ্জরী দিয়ে কী করা উচিত? ঝরে যাওয়া মঞ্জরী কখনওই ফেলে দেওয়া উচিত নয়৷ এটি অত্যন্ত ভুল কাজ বলে মনে করা হয়। তুলসী গাছে মঞ্জরী এলে সঙ্গে সঙ্গে তিনটি নির্দিষ্ট কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা৷ এতে গৃহস্থ সংসার ধনসম্পদে ভরে ওঠে, অভাব অভিযোগ দূরে যায়৷ সংসারে শান্তি বজায় থাকে৷
মঞ্জরী দিয়ে কী করা উচিত? ঝরে যাওয়া মঞ্জরী কখনওই ফেলে দেওয়া উচিত নয়৷ এটি অত্যন্ত ভুল কাজ বলে মনে করা হয়। তুলসী গাছে মঞ্জরী এলে সঙ্গে সঙ্গে তিনটি নির্দিষ্ট কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞেরা৷ এতে গৃহস্থ সংসার ধনসম্পদে ভরে ওঠে, অভাব অভিযোগ দূরে যায়৷ সংসারে শান্তি বজায় থাকে৷
তুলসী গাছে মঞ্জরী এলেই তা মা তুলসীকে প্রণাম জানিয়ে, যত্ন সহকারে ছিঁড়ে ফেলুন৷ তারপরে সেই তুলসী মঞ্জরী লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের কাছে রেখে দিন। ঠাকুরঘর ছাড়াও এই লাল কাপড়ে মোড়া তুলসী মঞ্জরী বাড়ির পূর্ব দিকেও রাখতে পারেন। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই প্রতিকারে অর্থের উৎস খুলে যায় এবং সংসারে অর্থাগমনের সম্ভাবনা তৈরি হয়।
তুলসী গাছে মঞ্জরী এলেই তা মা তুলসীকে প্রণাম জানিয়ে, যত্ন সহকারে ছিঁড়ে ফেলুন৷ তারপরে সেই তুলসী মঞ্জরী লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের কাছে রেখে দিন। ঠাকুরঘর ছাড়াও এই লাল কাপড়ে মোড়া তুলসী মঞ্জরী বাড়ির পূর্ব দিকেও রাখতে পারেন। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই প্রতিকারে অর্থের উৎস খুলে যায় এবং সংসারে অর্থাগমনের সম্ভাবনা তৈরি হয়।
এছাড়া, নিম্নোক্ত বিষয়েও তুলসীর মঞ্জরীর ব্যবহার অত্যন্ত শুভ হতে পারে৷ স্নানের জলে তুলসী মঞ্জরি রেখে স্নান করুন। এতে করে বাস্তু দোষ দূর হয় এবং গ্রহের দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।
এছাড়া, নিম্নোক্ত বিষয়েও তুলসীর মঞ্জরীর ব্যবহার অত্যন্ত শুভ হতে পারে৷ স্নানের জলে তুলসী মঞ্জরি রেখে স্নান করুন। এতে করে বাস্তু দোষ দূর হয় এবং গ্রহের দোষ থেকেও মুক্তি পাওয়া যায়।
 আপনার পানীয় জলে তুলসী পাতা বা মঞ্জরী রাখতে পারেন। শুকনো তুলসীর মঞ্জরী পুড়িয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন। এতে বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয়৷ সংসারে শুভ ভাব আসে। ঘরে প্রদীপ জ্বালানোর সময়েও তাতে শুকনো মঞ্জরী যোগ দিতে পারেন।
আপনার পানীয় জলে তুলসী পাতা বা মঞ্জরী রাখতে পারেন। শুকনো তুলসীর মঞ্জরী পুড়িয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন। এতে বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয়৷ সংসারে শুভ ভাব আসে। ঘরে প্রদীপ জ্বালানোর সময়েও তাতে শুকনো মঞ্জরী যোগ দিতে পারেন।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।