আফ্রিকা থেকে ভারতে আগত চিতার প্রথম শিকার! মধ্যপ্রদেশে হৈহৈ কাণ্ড

#ভোপাল: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে কয়েকদিন আগেই আফ্রিকা ফেরত দু’টি চিতা এসেছিল৷ কোয়ারেন্টিন এলাকা থেকে সেই চিতাকে ছেড়ে দেওয়ার পরেই সেই চিতা দু’টি শিকার করল, প্রথমবারের জন্য৷ শেষ ২৪ ঘণ্টায় এই ঘটনাটি ঘটেছে৷

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘দু’টি পুরুষ চিতা সোমবার রাতে ওই নির্দিষ্ট এলাকার মধ্যে ছেড়ে দেওয়ার পর সেগুলি স্পটেড ডিয়ার বা হরিণ শিকার করে৷

নামিবিয়া থেকে গত সেপ্টেম্বর মাসে ভারতে আটটি চিতাকে নিয়ে আসা হয়৷ সেই অনুষ্ঠানের আয়োজন ছিল বিরাট৷ সেগুলির মধ্যে থেকে দু’টি সোমবার ভোরে হরিণ শিকার করেছে বলে খবর৷ যে চিতা দু’টি শিকার করেছে, সেগুলির নাম ফ্রেডি ও এল্টন৷

সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে ভারতে আসার পর নভেম্বরের ৫ তারিখে এটিকে বড় নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়া হয়৷ রবিবার সেই বড় ঘেরা এলাকায় চিতা দু’টির মুক্তির খবর ট্যুইটারে লেখেন প্রধানমন্ত্রী মোদিও৷

আরও পড়ুন: নজরে দিল্লির বৈঠক, অবশেষে সমস্যা মিটিয়ে সুখবরের আশায় রাজ্য

মোদি একটি ভিডিও ট্যুইট করে লেখেন, ‘অসাধারণ খবর৷ বাধত্যামূলক কোয়ারেন্টিনের পর দু’টি চিতাকে বড় ঘেরা এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে৷ কুনো জাতীয় উদ্যানের পরিবেশের সঙ্গে মিলিয়ে-মিশিয়ে নিতেই এই ব্যবস্থা করা হয়েছে৷

আরও পড়ুন: ‘এই জ্ঞান থাকা উচিত!’ মমতাকে বামেদের থেকে শেখার পরামর্শ বীরভূমের তৃণমূল নেতার

অন্য চিতাগুলিকেও এর পর ধীরে ধীরে ছেড়ে দেওয়া হবে৷ আমি জেনে খুশি হয়েছি, বাকি চিতগুলিও শারীরিক ভাবে সুস্থ আছে৷ দ্রুত তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে৷’


গত সেপ্টেম্বর মাসে ভারতে মোট আটটি চিতাকে নিয়ে আসা হয়৷ এদের মধ্যে পাঁচটি ছিল মহিলা ও তিনটি পুরুষ৷ এদের আনুমানিক বয়স ৩০ থেকে ৬৬ মাসের মধ্যে৷

কুনো জাতীয় উদ্যানের নির্দিষ্ট ঘেরা এলাকায় এগুলিকে ছেড়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে৷ ৭০ বছর পর ভারতে এই প্রজাতির চিতা ভারতে আসে৷