সেমি ফাইনালের আগে সতীর্থের জন্মদিন পালন, খোশ মেজাজে গোটা পাকিস্তান দল

#অ্যাডিলেড: টি-২০ বিশ্বকাপে খাদের কিনারা থেকে জীবন ফিরে পেয়েছে পাকিস্তান। ডাচদের প্রোটিয়া বধে শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হয় বাবর আজমদের। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালের টিকিট পাকা করেছে পাক দল। বর্তমানে পাকিস্তান দল জুড়ে এখন খুশির আবহ। সামনে নিউজিল্যান্ড চ্যালঞ্জ থাকলেও কোনও চাপ না নিয়ে বিন্দাস মুডে সময় কাটাচ্ছেন পাক ক্রিকেটাররা। এরইমধ্যে দলের তারকা পেসার হরিশ রউফের জন্মদিন পালন করল গোটা দল।

সোশ্যাল মিডিয়ায় হরিশ রউফের জন্মদিন সেলিব্রশনের ভিডিও শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওতে পুরো দলকে খোশ মেজাজে পাওয়া যায়। দলের এক এক করে ক্রিকেটাররা হরিশ রউফকে শুভেচ্ছা জানান। কেক কাটার সময় শাদাব খান, শাহিন আফ্রিদিরা মজা করে কেকে আগেই কাটার অভিনয় করেন। তারপর হরিশ রউফ এসে একসঙ্গে কেকে কাটেন। একে অপরকে কেকে খাইয়েদেন সকলে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে মরণ বাচন ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সাকিবরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন নাজিমুল হাসান শান্তো। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহন আফ্রিদি। রান তাড়া করতে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৩২, মহম্মদ হ্যারিস ৩১ ও বাবর আজম ২৫ রান করেন।