স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার

Junior Doctors Hunger Strike: দ্রোহ কার্নিভালের দিনই বড় পদক্ষেপ! অনশনমঞ্চে যোগ আরও দুই জুনিয়ার ডাক্তারের

কলকাতাঃ ‘আমরণ অনশন’-এর ১১ দিনের মাথায় যোগ দিলেন আরও দুই জুনিয়ার ডাক্তার। আজ, মঙ্গলবার যোগ দিলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার। অন‍্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক জন জুনিয়র ডাক্তারও এই অনশনে অংশ নিয়েছেন।

গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন জুনিয়র ডাক্তার। সেই তালিকায় যোগ দিলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার। রুমেলিকা কলকাতা মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ার পিজিটি। অপরদিকে, স্পন্দন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার।

আরও পড়ুনঃ আমরণ অনশনে ফের অসুস্থ ১ চিকিত্‍সক! ICU-তে ভর্তি উত্তরবঙ্গ মেডিক‍্যাল কলেজের ডাক্তার

‘আমরণ অনশন’-এর এই তালিকায় রয়েছেন স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য এবং উত্তরবঙ্গের সৌভিক বন্দ্যোপাধ্যায়। রবিবার অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্য এবং তনয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। আরজি কর, নীলরতন সরকার এবং কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তাঁদের। আজ, মঙ্গলবার আরজি কর ইস্যুতে অনশনে বসে অসুস্থ হন জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়।

গত ১১ অক্টোবর, এই সাত অনশনকারী ছাড়াও রাতে ধর্মতলার অনশনমঞ্চে আরও দুই জন যোগ দিয়েছিলেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। আর মঙ্গলবার সেই তালিকা আরও বাড়ল। গত দু’মাস ধরেই আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আজ, মঙ্গলবার দ্রোহ কার্নিভালের দিন আরও জোড়ালো হল আন্দোলন বলে একাংশের দাবি।