গরম কাল মানেই আমের পাশাপাশি বাজার ভরে যায় তরমুজ, লিচুর মতো রসালো ফলে৷ কিন্তু অনেকেই জানেন না, তরমুজ, লিচুর নামে কীভাবে ঠকানো হচ্ছে মানুষকে?

Fake watermelon lychee: বাজার ছেয়ে গিয়েছে ‘নকল’ লিচু, তরমুজে? চিনুন সহজেই, খরচ মাত্র ২ টাকা

গরম কাল মানেই আমের পাশাপাশি বাজার ভরে যায় তরমুজ, লিচুর মতো রসালো ফলে৷ কিন্তু অনেকেই জানেন না, তরমুজ, লিচুর নামে কীভাবে ঠকানো হচ্ছে মানুষকে?
গরম কাল মানেই আমের পাশাপাশি বাজার ভরে যায় তরমুজ, লিচুর মতো রসালো ফলে৷ কিন্তু অনেকেই জানেন না, তরমুজ, লিচুর নামে কীভাবে ঠকানো হচ্ছে মানুষকে?

তবে নকল বলতে প্লাস্টিক অথবা অন্য ভাবে তৈরি নয়, এই ধরনের তরমুজ এবং লিচু কাঁচা অবস্থাতেই রং ব্যবহার করে বাজারে বিক্রি করা হয়৷

তবে নকল বলতে প্লাস্টিক অথবা অন্য ভাবে তৈরি নয়, এই ধরনের তরমুজ এবং লিচু কাঁচা অবস্থাতেই রং ব্যবহার করে বাজারে বিক্রি করা হয়৷

তরমুজের ক্ষেত্রে সিরিঞ্জের মধ্যে লাল রং মিশিয়ে তরমুজের ভিতরে মিশিয়ে দেওয়া হয়৷ একই ভাবে সুগার সিরাপ সিরিঞ্জ দিয়ে পুশ করা হয় মিষ্টি করার জন্য৷
তরমুজের ক্ষেত্রে সিরিঞ্জের মধ্যে লাল রং মিশিয়ে তরমুজের ভিতরে মিশিয়ে দেওয়া হয়৷ একই ভাবে সুগার সিরাপ সিরিঞ্জ দিয়ে পুশ করা হয় মিষ্টি করার জন্য৷

আবার লিচুর উপরে লাল রং স্প্রে করা হয় সেগুলিকে লাল দেখানোর জন্য৷ অথচ আসলে সেগুলি কাঁচাই থাকে৷
আবার লিচুর উপরে লাল রং স্প্রে করা হয় সেগুলিকে লাল দেখানোর জন্য৷ অথচ আসলে সেগুলি কাঁচাই থাকে৷
যদি লিচু রং করা হয়, তাহলে সেগুলির গায়ে তুলো ঘষলেই তুলোয় লাল রং উঠে আসবে৷ একই ভাবে তরমুজ কেটে তার লাল অংশে তুলো ঘষতে হবে৷
যদি লিচু রং করা হয়, তাহলে সেগুলির গায়ে তুলো ঘষলেই তুলোয় লাল রং উঠে আসবে৷ একই ভাবে তরমুজ কেটে তার লাল অংশে তুলো ঘষতে হবে৷
তরমুজের ভিতরে যদি কৃত্রিম রং মেশানো থাকে, তাহলে তুলো ঘষলেই তা গাঢ়ো লাল হয়ে যাবে৷ আর না হলে, তুলো গায়ে হালকা গোলাপি রং লেগে যাবে৷
তরমুজের ভিতরে যদি কৃত্রিম রং মেশানো থাকে, তাহলে তুলো ঘষলেই তা গাঢ়ো লাল হয়ে যাবে৷ আর না হলে, তুলো গায়ে হালকা গোলাপি রং লেগে যাবে৷