দুই বোন দুই মেরু, কুস্তির আখড়ায় নয় ট্যুইটারে শুরু লড়াই ববিতা ও ভিনেশ ফোগটের

#নয়াদিল্লি : কৃষক আন্দোলন নিয়ে রাজনৈতিক মহল সরগরম৷ নতুন কৃষি আইন (New Agriculture Laws 2020) -র বিরুদ্ধে দিল্লি বর্ডারে (Delhi Borders) কৃষক আন্দোলন প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে৷ এই আন্দোলন নিয়ে পক্ষে -বিপক্ষে বহু সেলিব্রিটি নিজেদের মত প্রকাশ করেছেন৷ খেলাধুলো থেকে বিনোদন বিভিন্ন জায়গার মানুষই নিজেদের মত প্রকাশ করেছেন৷ এরই জেরে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ অন্যপক্ষের মত পোষনকারীদের ছেড়ে কথা বলছেন না৷ সম্প্রতি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranut) ও দিলজিত দোসাঞ্জের (Diljit Dosanjh) ট্যুইট যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ এবার এই আন্দোলন নিয়ে দুই ফোগট বোনের মতান্তর সামনে চলে এসেছে৷ তাঁরা কুস্তির আখড়ায় নয় ট্যুইটে করছেন লড়াই৷

পেশাদার কুস্তিগির ববিতা ফোগট এখন বিজেপি নেতাও৷ তিনি কৃষক আন্দোলন নিয়ে নানা সময়ে নানা কিছু ট্যুইট করছেন৷ নিজের মত প্রকাশে কোনও দ্বিধা রাখছেন না৷ তিনি বর্তমানে ট্যুইট করে জানিয়েছেন টুকড়ে টুকড়ে গ্যাং কৃষক আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে৷ ববিতার এই ট্যুইটের পরে তাঁকে সরাসরি নিশানা করে জানিয়েছন ক্রীড়াবিদদের কথা বলেছেন৷

যার অর্থ , ‘এখন মনে হচ্ছে কৃষক আন্দোলনকে টুকড়ে টুকড়ে গ্যাং হাইজ্যাক করে নিয়েছে৷ সমস্ত কৃষক ভাইদের হাত জোড় করে বিনম্র অনুরোধ কৃপা করে নিজের বাড়ি ফিরে যান৷ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের অধিকার কখনও মরতে দেবেন না৷ কংগ্রেসি ও বামপন্থীরা কখনও কৃষকদের ভালো করতে পারবে না৷ ’

এছাড়াও ববিতা এসবাইএল (সতলুজ যমুনা লিঙ্ক ) -র ইস্যু নিয়েও কথা বলছেন৷ তিনি অন্য ট্যুইটে লিখেছেন এসবাইএল হরিয়ানার জীবনরেখা৷ তাই পঞ্জাবের কাছে আবেদন কপছে হরিয়ানার কৃষকদের তাঁদের জন্য বরাদ্দ জল দেন৷ হরিয়ানার কৃষকদের জন্য সবসময় তাঁদের ভালো কিছু ভাবা উচিত৷ শতদ্রুর জল যেখানে গিয়েই নষ্ট হোক কিন্তু হরিয়ানার কৃষকদের দেব না এটা কোনও বুদ্ধিমানের কথা নয়৷

এদিকে ববিতার ট্যুইটের উত্তরে একেবারে বিস্ফোরক ট্যুইট করেছেন তাঁর তুতো বোন ভিনেশ ফোগট ৷ তিনি নিজের ট্যুইটে সোজা কথায় লিখেছেন ক্রীড়াবিদদের উচিত ক্রীড়াবিদই থাকা তাঁরা যে ক্ষেত্রেই চলে যান৷ রাজনীতি করা ভালো জিনিস কিন্তু ক্রীড়াবিদরা যেরকম খেলে নিজের পরিবার, জায়গা, দেশের নাম উজ্জ্বল করেছেন সেরকমই করা উচিত৷ তাঁদের এমন কিছু বলা উচিত নয় যাতে মানুষের ভাবাবেগ আহত হয়৷ কারণ মনে রাখা উচিত ক্রীড়াবিদ তৈরিতে সকলেরই যোগদান থাকে৷

একই ভাবে আরেক ফোগট বোনের স্বামী বজরং পুনিয়াও কৃষক আন্দোলনের সমর্থণেই ট্যুইট করেছিলেন৷ ববিতা ফোগটের ট্যুইটের নিচে বজরং পুনিয়ার ট্যুইটও রয়েছে৷

আসলে কৃষক আন্দোলন নিয়ে একেবারে বিভিন্ন মহলে জোর আলোড়ন পড়েছে৷ সকলেই নিজের মত সামনে রাখছেন৷ ২০১৯ সালে ববিতা ফোগট বিজেপিতে যোগ দিয়েছেন৷ তিনি চখরি দাদরি সিট থেকে নির্বাচনেও লড়াই করেছিলেন ৷ কিন্তু তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন৷