Ulajh Review: ছবি বাছাইয়ে প্রশংসিত! পর্দায় কতটা ভাল জাহ্নবী? বাকিরাই বা কেমন? রইল ‘উলঝ’-এর রিভিউ

গুপ্তচরবৃত্তি একটা শিল্প। লক্ষ্য মাথায় রেখে চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। সবার পক্ষে এই জিনিস সম্ভব নয়। এর জন্য ইস্পাত কঠিন মানসিকতা চাই। সঙ্গে দৃঢ় সংকল্প। গুপ্তচররা আলাদা ধাতুতে গড়া।

জঙ্গলি পিকচার্সের প্রথম স্পাই ফিল্ম ‘রাজি’ মুক্তি পেয়েছিল ছয় বছর আগে এক গ্রীষ্মকালে। এবার বর্ষায় মুক্তি পেল ‘উলঝ’। দুটি সিনেমার ডিএনএ-তে বেশ কিছু মিল রয়েছে। পার্থক্য শুধু গল্পের চরিত্রে।

কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জাহ্নবী কাপুর। ছবিতে চরিত্ররা সিনেমার নামকে সার্থক করে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছেন বারবার। ক্লাইম্যাক্স পর্যন্ত এই ‘চাপ’ সুচারুভাবে বজায় রেখে গিয়েছেন পরিচালক সুধাংশু সারিয়া।

ভাটিয়া পরিবারের সবাই বংশ পরম্পরায় ফরেন সার্ভিসে চাকরি করেন। সেই পরিবারের মেয়ে সুহানা। নেপালে একটি বিশেষ কাজের পুরস্কার স্বরূপ তাঁকে ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ করা হয়।

সুহানা ভারতীয় পরম্পরায় বিশ্বাসী। গলাবন্ধ ব্লাউজ পরেন। কিন্তু প্রথম দর্শনেই এক শেফের প্রেমে পড়ে তাঁর বাড়িতে চলে যান। সেই শেফের এক ভিন্ন অতীত রয়েছে। কিন্তু সে সব বুঝে ওঠার আগেই শত্রুপক্ষের হাতের পুতুলে পরিণত হন সুহানা। স্পাই ফিল্ম হবে আর শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে তার যোগসূত্র বেরবে না, হিন্দি সিনেমা এখনও এতটা সাবালক হয়নি।

‘উলঝ’ ছবির গল্প ভাল। কিন্তু দুর্বল চিত্রনাট্যের ভারে ভারাক্রান্ত। জাহ্নবী কাপুরের অভিনয়ের সুযোগ কড়ায় গণ্ডায় কাজে লাগিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধ একেবারেই জমেনি। পরিষ্কার বোঝা যাচ্ছিল, এবার কী হতে চলেছে। সেই পথেই এগিয়েছে গল্প।

আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াই! সাধের চুল বিসর্জন গেল! নায়িকা যা বললেন… চোখে জল সকলের

আরও পড়ুন: সুশান্ত, প্রভাসের সঙ্গে নাম জড়ায়! নতুন প্রেম কৃতীর জীবনে, প্রেমিক কী করে জানেন

স্ক্রিপ্টের বাঁধন আরও মজবুত হওয়ার প্রয়োজন ছিল। সঙ্গে দরকার ছিল কঠোর সম্পাদনার। তাছাড়া চিত্রনাট্যের বেশ কয়েক জায়গায় বড়সড় ভুল রয়েছে। বিদেশি প্রধানমন্ত্রী কোনও ধর্মীয় স্থানে গিয়েছেন আর সেখানে পৌঁছে যাচ্ছেন সাধারণ ভক্তরা, এমনটা হয় না। প্রটোকলে আটকাবে।

ছবির প্রাপ্তি গুলশন দেবাইয়ার অভিনয়। দুই ঘণ্টা মন্ত্রমুগ্ধের মতো সিটে বসে থাকতে বাধ্য করেছেন দর্শকদের। রোশন ম্যাথিউও অনবদ্য। জাহ্নবীর সঙ্গে তাঁর রসায়ন জমেছিল চমৎকার। তাঁর স্ক্রিন প্রেজেন্স দীর্ঘদিন মনে থাকবে দর্শকদের।