Money Making Tips: এমন ব্যবসার কথা হয়তো আগে কেউ শোনেনি! বাংলাতে নতুন শুরু, বিনা ব্যয়ে কেজিতে হাজার টাকা দাম

*হয়তো এমন ব্যবসার কথা আগে কেউ শোনেনি। এই ব্যবসায় তেমন বিনিয়োগ দরকার নেই। প্রয়োজন নেই ঝাঁ চকচকে দোকান ঘর। বাড়ির পাশে বা চাষের জমি থাকলেই করতে পারবেন। কি এই ব্যবসা শুনলে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। প্রতিবেদনঃ হরষিত সিংহ। প্রতীকী ছবি। 
*হয়তো এমন ব্যবসার কথা আগে কেউ শোনেনি। এই ব্যবসায় তেমন বিনিয়োগ দরকার নেই। প্রয়োজন নেই ঝাঁ চকচকে দোকান ঘর। বাড়ির পাশে বা চাষের জমি থাকলেই করতে পারবেন। কি এই ব্যবসা শুনলে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। প্রতিবেদনঃ হরষিত সিংহ। প্রতীকী ছবি।
*তবে বাস্তবেই এবার পশ্চিমবঙ্গের মত রাজ্যে শুরু হয়েছে এই ব্যবসা। এতদিন হয়তো শুনেছেন কেঁচো সার বিক্রি হচ্ছে আমাদের রাজ্যে। তবে এবার এই বাংলায় রমরমিয়ে শুরু হয়েছে কেঁচো বিক্রি। চৌবাচ্ছা তৈরি করে চাষ করা হচ্ছে কেঁচো। সেই কেঁচো দেদার বিক্রি হচ্ছে খোলা বাজারে। বিক্রির জন্য কোথাও নিয়ে যেতে হচ্ছে না। ক্রেতারা বাড়ি এসে নিয়ে যাচ্ছেন। প্রতীকী ছবি। 
*তবে বাস্তবেই এবার পশ্চিমবঙ্গের মত রাজ্যে শুরু হয়েছে এই ব্যবসা। এতদিন হয়তো শুনেছেন কেঁচো সার বিক্রি হচ্ছে আমাদের রাজ্যে। তবে এবার এই বাংলায় রমরমিয়ে শুরু হয়েছে কেঁচো বিক্রি। চৌবাচ্ছা তৈরি করে চাষ করা হচ্ছে কেঁচো। সেই কেঁচো দেদার বিক্রি হচ্ছে খোলা বাজারে। বিক্রির জন্য কোথাও নিয়ে যেতে হচ্ছে না। ক্রেতারা বাড়ি এসে নিয়ে যাচ্ছেন। প্রতীকী ছবি।
*এতদিন হয়তো বিদেশে কেঁচো বিক্রির বিষয়টা জানতেন সকলে। এবার আমাদের রাজ্যেই শুরু হয়েছে কেঁচো বিক্রি। দাম শুনলে চমকে যাবেন। সাধারণ এই কেঁচো বাজারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে। চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মালদহের বাজারে। প্রতীকী ছবি। 
*এতদিন হয়তো বিদেশে কেঁচো বিক্রির বিষয়টা জানতেন সকলে। এবার আমাদের রাজ্যেই শুরু হয়েছে কেঁচো বিক্রি। দাম শুনলে চমকে যাবেন। সাধারণ এই কেঁচো বাজারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে। চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মালদহের বাজারে। প্রতীকী ছবি।
*মালদহ জেলার এক কৃষক শুরু করেছেন এই কেঁচো বিক্রির ব্যবসা। তার কাছ থেকে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এমনকি সরকারী ভাবেও তাঁর কাছ থেকে কেঁচো কেনা হচ্ছে। বিক্রেতা সাইফুদ্দিন আহমেদ বলেন, এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছি কেঁচো। অনেকেই কেঁচো সার উৎপাদনের জন্য এই কেঁচো কিনছেন। তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। এই কেঁচো গুলি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার। প্রতীকী ছবি। 
*মালদহ জেলার এক কৃষক শুরু করেছেন এই কেঁচো বিক্রির ব্যবসা। তার কাছ থেকে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এমনকি সরকারী ভাবেও তাঁর কাছ থেকে কেঁচো কেনা হচ্ছে। বিক্রেতা সাইফুদ্দিন আহমেদ বলেন, এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছি কেঁচো। অনেকেই কেঁচো সার উৎপাদনের জন্য এই কেঁচো কিনছেন। তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। এই কেঁচো গুলি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার। প্রতীকী ছবি।
*মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ। তিনি পেশায় একজন কৃষক। গত ২০ বছর ধরে কেঁচো সার উৎপাদন করে আসছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। তারপর সেখান থেকেই তাঁকে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কেঁচো দেওয়া হয়। বর্তমানে তিনি একজন সফল কেঁচো সার উৎপাদক। প্রতীকী ছবি। 
*মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ। তিনি পেশায় একজন কৃষক। গত ২০ বছর ধরে কেঁচো সার উৎপাদন করে আসছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। তারপর সেখান থেকেই তাঁকে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কেঁচো দেওয়া হয়। বর্তমানে তিনি একজন সফল কেঁচো সার উৎপাদক। প্রতীকী ছবি।
*কেঁচো সারের পাশাপাশি তিনি এখন এই অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কেঁচো বিক্রি করছেন। জেলার অন্যান্য কৃষকেরা ও কেঁচো সার উৎপাদন করার জন্য তার কাছ থেকে এই কেঁচো কিনছেন। শুধুমাত্র কৃষকেরা নয় জেলা প্রশাসনের পক্ষ থেকেও তার কাছ থেকে কেঁচো কিনে নিয়ে যাওয়া হয়। তারপর সেই কেঁচো কৃষকদের বিতরণ করা হয়ে থাকে। প্রতীকী ছবি। 
*কেঁচো সারের পাশাপাশি তিনি এখন এই অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার কেঁচো বিক্রি করছেন। জেলার অন্যান্য কৃষকেরা ও কেঁচো সার উৎপাদন করার জন্য তার কাছ থেকে এই কেঁচো কিনছেন। শুধুমাত্র কৃষকেরা নয় জেলা প্রশাসনের পক্ষ থেকেও তার কাছ থেকে কেঁচো কিনে নিয়ে যাওয়া হয়। তারপর সেই কেঁচো কৃষকদের বিতরণ করা হয়ে থাকে। প্রতীকী ছবি।
*বর্তমানে তিনি এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন বিদেশি এই কেঁচো। কেঁচো সার বিক্রির পাশাপাশি কেঁচো বিক্রি করেও বছরে ব্যাপক রোজগার করছেন মালদহের এই কৃষক। প্রতীকী ছবি।
*বর্তমানে তিনি এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন বিদেশি এই কেঁচো। কেঁচো সার বিক্রির পাশাপাশি কেঁচো বিক্রি করেও বছরে ব্যাপক রোজগার করছেন মালদহের এই কৃষক। প্রতীকী ছবি।