সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। এই সময়পর্বে তুলসিগাছের সেবা ও পরিচর্যা সংক্রান্ত বিশেষ নির্দেশ দিয়েছেন শাস্ত্রকাররা।

UltoRathYatra Astrological Tips: উল্টোরথের পুণ্যতিথিতে তুলসিতলায় করুন এই কাজ! জীবন থেকে পালাবে অভাব! ভাসবেন অর্থসুখ ও সৌভাগ্যে

সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। এই সময়পর্বে তুলসিগাছের সেবা ও পরিচর্যা সংক্রান্ত বিশেষ নির্দেশ দিয়েছেন শাস্ত্রকাররা।
সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী। এই সময়পর্বে তুলসিগাছের সেবা ও পরিচর্যা সংক্রান্ত বিশেষ নির্দেশ দিয়েছেন শাস্ত্রকাররা।

 

জগন্নাথদেবের পুজোয় তুলসিপাতা অপরিহার্য৷ তাই সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে এবং উল্টোরথের তিথিতে তুলসিগাছ ও তুলসিপাতা নিয়ে কী করলে সংসারের সব বিপদ ও বাধা বিঘ্ন কেটে অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্য আসবে, জেনে নিন৷ বলছেন পণ্ডিত নন্দকিশোর মুদগল৷
জগন্নাথদেবের পুজোয় তুলসিপাতা অপরিহার্য৷ তাই সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে এবং উল্টোরথের তিথিতে তুলসিগাছ ও তুলসিপাতা নিয়ে কী করলে সংসারের সব বিপদ ও বাধা বিঘ্ন কেটে অর্থ, সম্পদ, শ্রী ও সৌভাগ্য আসবে, জেনে নিন৷ বলছেন পণ্ডিত নন্দকিশোর মুদগল৷

 

উল্টোরথ তিথিতে জগন্নাথেদেবকে নিবেদন করুন তুলসির মালা৷ তবে তুলসিপাতা ছেদ করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতা বৃন্তগুলিকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে নিন৷
উল্টোরথ তিথিতে জগন্নাথেদেবকে নিবেদন করুন তুলসির মালা৷ তবে তুলসিপাতা ছেদ করে মালা গাঁথবেন না৷ তুলসিপাতা বৃন্তগুলিকে একসঙ্গে বেঁধে মালা গেঁথে নিন৷

 

পরিষ্কার পিতলের থালা নিন৷ তাতে চার ভাগে চারটি আটার দলা রাখুন৷ উল্টোরথের তিথিতে সারা দিন তুলসিতলায় ওই থালা রেখে দিন৷
পরিষ্কার পিতলের থালা নিন৷ তাতে চার ভাগে চারটি আটার দলা রাখুন৷ উল্টোরথের তিথিতে সারা দিন তুলসিতলায় ওই থালা রেখে দিন৷

 

পরের দিন সকালে স্নান সেরে নিন৷ তার পর ওই আটার দলাগুলি নিয়ে চলে যান বাড়ির ছাদে৷ হাতে আটার দলা নিয়ে অপূর্ণ ইচ্ছে বলুন মনে মনে৷ তার পর ছাদের চার কোণায় দলাগুলি রাখুন৷ এর পর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন চার পাশে৷
পরের দিন সকালে স্নান সেরে নিন৷ তার পর ওই আটার দলাগুলি নিয়ে চলে যান বাড়ির ছাদে৷ হাতে আটার দলা নিয়ে অপূর্ণ ইচ্ছে বলুন মনে মনে৷ তার পর ছাদের চার কোণায় দলাগুলি রাখুন৷ এর পর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন চার পাশে৷

 

এই কাজ করার সময় যেন কেউ আপনাকে দেখতে না পায়, সেটা খেয়াল রাখবেন৷ এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবন থেকে বাধা বিঘ্ন কেটে যাবে৷ তবে মনে রাখবেন তুলসিগাছ কোনও সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না৷
এই কাজ করার সময় যেন কেউ আপনাকে দেখতে না পায়, সেটা খেয়াল রাখবেন৷ এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবন থেকে বাধা বিঘ্ন কেটে যাবে৷ তবে মনে রাখবেন তুলসিগাছ কোনও সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না৷