এই আম্পায়ারকে চেনেন? কঠিন সিদ্ধান্ত নিলেন ইনি, ক্রিকেটভক্তদের মন খারাপ

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়া এবং দীর্ঘ সময় ধরে থাকা ক্রিকেটের সাথে যুক্ত প্রতিটি মানুষের স্বপ্ন। কিন্তু সবার এই স্বপ্ন পূরণ হয় না।

কিছু মানুষ আছেন যারা শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নিজেদের জায়গা করে নেন না, নিজের অসাধারণ পরিচয়ও তৈরি করেন। তবে একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে হয় একটা দিন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই গেমের একজন কিংবদন্তি ১৮ বছর পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

জনপ্রিয় আম্পায়ার মারাইস ইরাসমাস হলেন সেই ব্যক্তি যিনি ১৮ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে শেষবারের মতো আম্পায়ার হিসেবে নেমেছেন মারাইস।

আরও পড়ুন- ‘অবাধ্য’ হওয়ার শাস্তি! কত কোটি টাকা হারালেন শ্রেয়স ও ঈশান? জানলে অবাক হবেন

এই টেস্টের পর আম্পায়ারিং কেরিয়ার শেষ হবে তাঁর। ইরাসমাস ইতিমধ্যেই ২০২৩ সালের অক্টোবরে আইসিসিকে জানিয়েছিলেন, আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তাঁর চুক্তি এপ্রিল পর্যন্ত না বাড়ানোর জন্য।

দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস আইসিসির আম্পায়ার তালিকায় এলিট প্যানেলের অংশ। তাঁর অবসরের পর অ্যাড্রিয়ান হোল্ডস্টক দক্ষিণ আফ্রিকার একমাত্র আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে থাকবেন।

ইরাসমাস এদিন বলেন, আম্পায়ারিং একটি খুব চ্যালেঞ্জিং কাজ। কারণ আপনাকে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। একটা সিদ্ধান্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেবে। আমি দীর্ঘদিন ধরে কাজটা উপভোগ করেছি। তবে এবার একটু আরাম করতে চাই।’

১৮ বছরের দীর্ঘ কেরিয়ারে ৬০ বছর বয়সী মারাইস ইরাসমাস ৮০টি টেস্ট, ১২৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এছাড়াও তিনি ১৮টি মহিলাদের টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করছেন।

আরও পড়ুন- বাংলা ক্রিকেটে নক্কারজনক ঘটনা! সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ

তিনি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিং করেছেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ের জন্য তিনি তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের সম্মানে ভূষিত হয়েছেন।