চাকরির বাজার এত খারাপ! একটা মাত্র শূন্যপদ, সিভি জমা দিতে লাইনে তিন হাজার!

পুনে: অনেকেই হয়তো বলবেন, এই মুহূর্তে ভারতের সব থেকে বড় সমস্যা দুর্নীতি। কিন্তু আরেক পক্ষ দাবি করতেই পারেন, এই সময় দাঁড়িয়েও এদেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব।

দেশের জনসংখ্যা বাড়ছে লাফিয়ে। সেই তুলনায় চাকরি কোথায়! না হলে একটা মাত্র শূন্যপদের জন্য প্রায় তিন হাজার প্রার্থী লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেয়!

এই সময়ে দাঁড়িয়ে যে কোনও জায়গায় প্রবল প্রতিযোগিতা। তাতে একজন চাকরিপ্রার্থীর যোগ্যতা যাই হোক। যে কোনও পেশায় প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হবে যে কাউকে। তবে চাকরির বাজার ২০২৪ সালেও যে খুবই খারাপ তা বোঝা গেল পুনের এই ছবি দেখে।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে ফুল…শুরু কাউন্টডাউন

ইঞ্জিনিয়ারিং কিংবা পিএইচডির মতো ডিগ্রিধারীরা এর আগে ঝাড়ুদার পদে আবেদন করেছেন। সেই নজির আছে। এর আগে একটা পদের জন্য ৫ হাজার আবেদনকারী লাইনে দাঁড়িয়েছেন। সেই ছবিও এদেশ দেখেছে। তবে মনে করা হয়েছিল, দেশের বিকাশ হবে ধীরে ধীরে। মিটবে বেকারত্বের সমস্যা। তবে সেটা ২০২৪ সালেও হল না।

আরও পড়ুন- রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই সামনে এল রাম মন্দিরের অপূর্ব দৃশ্য! রইল সব ছবি

পুনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘জুনিয়র ডেভেলপার’ পদে এক জন কর্মী নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই পদে আবেদন পড়ল প্রায় তিন হাজার। সবাই লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিলেন। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি অফিসে চলে এসেছিলেন সবাই।