Tag Archives: Jobs

AI-TCS: বন্ধ হয়ে যাবে সমস্ত কল সেন্টার! চাকরি হারাবেন কয়েক হাজার মানুষ! বড় তথ্য সামনে আনল TCS

AI: আগামী কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে সমস্ত কল সেন্টার। চাকরি হারাবেন কয়েক হাজার তরুণ-তরুণী। তাঁদের জায়গায় কাজ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন টিসিএস-এর চিফ এগজিকিউটিভ অফিসার কে কীর্তিবাসন।ভারতের আইটি সেক্টরের মূল অংশ হল কল সেন্টার। বিশ্বের উন্নত বাজারগুলির চিত্রটাও একই। বছরের পর বছর ধরে এই সেক্টর চাকরি যুগিয়ে চলেছে কয়েক লক্ষ তরুণ তরুণীর। কিন্তু টিসিএস প্রধান মনে করছেন, কল সেন্টারগুলোর মৌলিক কাজ চালানোর জন্য এআই প্রস্তুত। মানুষের উপস্থিতি ছাড়াই সিস্টেম এবং ইনকামিং কল পরিচালনা করতে পারবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

কীর্তিবাসন মনে করেন, এমন দিন আর বেশি দূরে নেই যখন কল সেন্টার পরিচালনা করবে এআই। গ্রাহকদের কথা শুনবে, সমস্যা অনুযায়ী সমাধান করবে। এই কাজে সংশ্লিষ্ট গ্রাহকদের ডেটা মডেলের উপর ভিত্তি করে এআইকে প্রশিক্ষণ দেবে কোম্পানিগুলোই। এআই বিবর্তনের গতি দেখে এক বছরের মধ্যেই এই পরিবর্তন হতে পারে বলে অনুমান করছেন তিনি।

 

আরও পড়ুন: ঘুম নেই, কষ্টে আছেন, অসুখ ছাড়ছেই না? জড়িয়ে ধরুন মানুষকে! মুহূর্তে সুস্থ হবেন!

 

এর স্পষ্ট অর্থ হল লক্ষ লক্ষ কর্মী চাকরি হারাবেন। অনেক ফিজিক্যাল কলিং সেন্টার বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, “আমরা যদি আদর্শ পরিস্থিতির কথা বলি, তাহলে আগামী সময়ে, কল সেন্টারগুলিতে কল আসার সংখ্যা কমে যাবে”। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যখন প্রযুক্তি কল আসার আগেই গ্রাহকের সমস্যার সমাধান করতে পারে এবং তাকে সঠিক পরামর্শ দিতে পারে।”

 

আরও পড়ুন: ৫০-এও কী করে এত সুন্দর? ফাঁস হল মালাইকা আরোরার সিক্রেট! আপনিও হতে পারেন এমন!

 

লেনদেনের ইতিহাস এবং অতীত আচরণ দেখে চ্যাটবট সহজেই বুঝতে পারবে গ্রাহক কী ধরনের সমস্যায় পড়তে পারেন। এমন পরিস্থিতিতে, কল সেন্টারের কর্মীদের কাজটা এআই খুব সহজেই করতে পারবে। গত কয়েক বছর ধরেই চাকরির বাজারে এআই-এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। গুগল ইতিমধ্যেই ব্যাপক ছাঁটাই করেছে। জেনারেটিভ এআই-কে দিয়ে অনেক জটিল কাজ চালাচ্ছে তারা। তবে টিসিএসের প্রধান মনে করেন, আগামী কয়েক বছরে প্রযুক্তিবিদদের চাহিদা কমার পরিবর্তে বাড়বে। তিনি আরও মনে করেন, পরিবর্তিত চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত।

School teacher job cancel: ‘আবার সেই ভ্যান ঠেলতে হবে না তো?’, চাকরি হারিয়ে আতঙ্কে বর্ধমানের শিক্ষক

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। যাঁদের মধ্যে অধিকাংশেরই দাবি, স্বচ্ছ ভাবে, মেধার জোরে চাকরি পেয়েছিলেন তাঁরা৷ ঠিক যেমন বর্ধমানের বাসিন্দা সুদীপ্ত চট্টোপাধ্যায়৷

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুদীপ্তর বাবা একসময় ভ্যানে মাল টানতেন৷ বাবার সঙ্গে সেই কাজ করতে হয়েছে সুদীপ্তকেও৷ তার সঙ্গে চলেছে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই৷  সেই লড়াইয়ে জয়ী হয়েই সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন বলে দাবি সুদীপ্তর৷ আজও বিশ্বাস করতে পারছেন না যে, যোগ্য মেধা নিয়ে শিক্ষকতা করতে গিয়ে,তার চাকরি চলে গিয়েছে।

সুদীপ্তর বাবা বাবুলাল চট্টোপাধ্যায় (৭৭)।তিনি সাইকেল ভ্যান চালিয়ে সুদীপ্তকে মানুষ করেছেন।পূর্ব বর্ধমানের কাঞ্চন নগরের বাড়িতে থেকেই সুদীপ্ত পড়াশোনা করেছেন।ছোট বেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন সুদীপ্ত।আর্থিক অনটনের সঙ্গে যুঝতে বাবার সঙ্গে মাল বোঝাই  ভ্যান ঠেলে বাবাকে সাহায্যও করতে হয়েছে তাঁকে।

পশ্চিম বঙ্গ স্কুল সার্ভিসে সুযোগ পাওয়ার আগে একটি কলেজে পড়াতেন সুদীপ।তারপর মাদ্রাসাতেও চাকরি পেয়েছিলেন। ২০১৬ চাকরি পান বর্ধমানের কেতুগ্রাম (১) ব্লকের আমগড়িয়া গোপাল পুর আরজিএম ইনস্টিটিউশনে। বাড়িতে বাবা বাবুলাল চট্টোপাধ্যায় ছাড়াও,মা ঝর্না চট্টোপাধ্যায় রয়েছেন(৬৬)। দু জনেই অসুস্থ।ঝরনা হৃদরোগে আক্রান্ত। সুদীপের এক ছেলে(৭) ও এক মেয়ে(১৩)।তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে।

আরও পড়ুন: রাজ্যে বৃষ্টির আশা মাত্র দুই জেলায়, চরম তাপপ্রবাহ কোথায় কোথায়? রইল সর্বশেষ আপডেট

বাবা মায়ের ওষুধের পিছনেই মাস গেলে ছয় হাজার টাকা মতো খরচ বলে জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক। ছেলে মেয়ের পড়াশোনায় মাসে ১০-১২ হাজার টাকা খরচ হয়।তারপর সংসার চালিয়ে যতটুকু বাঁচে,সেটুকুই সঞ্চয়। উপরন্তু কো অপারেটিভের লোন রয়েছে।  হঠাৎ চাকরি চলে যাওয়ায় নিজের ডিগ্রি নিয়ে রীতিমতো দিশেহারা তিনি। চাকরি কি ফিরে পাবেন?এই প্রশ্ন বারে বারে করছেন সুদীপ্ত। কথা বলতে গিয়ে কন্ঠস্বর জড়িয়ে আসছে তাঁর, দু চোখে জল।

সুদীপ্ত বারবার ধরে বলছিলেন, ‘শিক্ষকতার চাকরি পেয়ে ভেবেছিলাম বাবা মায়ের চিকিৎসা করাতে পারব। ছেলেমেয়েকে উচ্চ শিক্ষিত করব। এখন ব্যাঙ্কের জমানো টাকা তুলছি। ছেলে – মেয়েকে সরকারি স্কুলে নিয়ে চলে আসব। ভাবতে পারছি না মন দিয়ে পড়াশোনা করে যোগ্যতা দেখিয়ে ,চাকরি পেয়ে লাভ কী হল! আবার বোধহয় ভ্যান ঠেলতে হবে!’

Most Demanding Jobs 2024: মোটা স্যালারি…! সেরার সেরা ‘এই ১০ চাকরিই কাঁপাবে ২০২৪ এর বাজার! দেখে নিন তালিকা! অবিলম্বে করুন আবেদন

২০২৪ সালে উচ্চ বেতনের চাকরি: আপনিও কি চাকরি খুঁজছেন? এই বছর চাকরির বাজার কাঁপাতে চলেছে কোন কোন সেক্টর? কাজের বাজারে মোটা মাইনে আর দুর্দান্ত কাজের সুযোগ যে ১০ চাকরিতে, দেখে নিন সেই তালিকা। আপনিও যদি চাকরিপ্রার্থী হন এবং যোগ্য হন, তবে এই চাকরিগুলিতে যোগ দিয়ে ভাগ্য বদলে ফেলতে পারেন দ্রুত।
২০২৪ সালে উচ্চ বেতনের চাকরি: আপনিও কি চাকরি খুঁজছেন? এই বছর চাকরির বাজার কাঁপাতে চলেছে কোন কোন সেক্টর? কাজের বাজারে মোটা মাইনে আর দুর্দান্ত কাজের সুযোগ যে ১০ চাকরিতে, দেখে নিন সেই তালিকা। আপনিও যদি চাকরিপ্রার্থী হন এবং যোগ্য হন, তবে এই চাকরিগুলিতে যোগ দিয়ে ভাগ্য বদলে ফেলতে পারেন দ্রুত।
২০২৪ সালে ভারতে সর্বাধিক চাহিদাযুক্ত চাকরি: যে কোনও চাকরি প্রার্থী বা চাকরি বদলে নতুন চাকরিতে যোগদান করতে ইচ্ছুক পেশাদারদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত জরুরি। কারণ যাঁরা এই মুহূর্তে আরও ভাল চাকরি খুঁজছেন তাদের অবশ্যই এই নতুন বছরে ভারতের সবচেয়ে বেশি চাহিদাযুক্ত নিম্নোক্ত চাকরিগুলির জন্য আবেদন করতে হবে চটপট।
২০২৪ সালে ভারতে সর্বাধিক চাহিদাযুক্ত চাকরি: যে কোনও চাকরি প্রার্থী বা চাকরি বদলে নতুন চাকরিতে যোগদান করতে ইচ্ছুক পেশাদারদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত জরুরি। কারণ যাঁরা এই মুহূর্তে আরও ভাল চাকরি খুঁজছেন তাদের অবশ্যই এই নতুন বছরে ভারতের সবচেয়ে বেশি চাহিদাযুক্ত নিম্নোক্ত চাকরিগুলির জন্য আবেদন করতে হবে চটপট।
বস্তুত এই বছর চাকরি ক্ষেত্রে এমন কিছু বিশেষ জায়গা রয়েছে যার প্রচুর চাহিদা হতে চলেছে ভারতীয় কাজের দুনিয়ায়। অতএব, আপনি যদি এই সেক্টরগুলিতে উপলব্ধ চাকরির জন্য আবেদন করেন, আপনি অবশ্যই খুব উচ্চ বেতনের চাকরি সহজেই পেয়ে যেতে পারেন। যার ফলে আপনার ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
বস্তুত এই বছর চাকরি ক্ষেত্রে এমন কিছু বিশেষ জায়গা রয়েছে যার প্রচুর চাহিদা হতে চলেছে ভারতীয় কাজের দুনিয়ায়। অতএব, আপনি যদি এই সেক্টরগুলিতে উপলব্ধ চাকরির জন্য আবেদন করেন, আপনি অবশ্যই খুব উচ্চ বেতনের চাকরি সহজেই পেয়ে যেতে পারেন। যার ফলে আপনার ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
১. ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট:ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ার পাশাপাশি এই ক্ষেত্রগুলিতে দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ব্যাপক চাহিদা থাকবে এই বছর৷ এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মক্ষেত্রে।
১. ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট:
ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ার পাশাপাশি এই ক্ষেত্রগুলিতে দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ব্যাপক চাহিদা থাকবে এই বছর৷ এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মক্ষেত্রে।
২. ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার:ডেটা অ্যানালিসিস এবং মেশিন লার্নিং কৌশলগুলির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রগুলিতে স্মার্ট ব্যক্তিদের বিশাল চাহিদা থাকবে চলতি বছরে। যারা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এআই- বিশেষজ্ঞ তাঁরাও উচ্চ বেতন এবং চমৎকার কর্মজীবনের সুযোগ পাবেন এই বছর।
২. ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার:
ডেটা অ্যানালিসিস এবং মেশিন লার্নিং কৌশলগুলির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রগুলিতে স্মার্ট ব্যক্তিদের বিশাল চাহিদা থাকবে চলতি বছরে। যারা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং এআই- বিশেষজ্ঞ তাঁরাও উচ্চ বেতন এবং চমৎকার কর্মজীবনের সুযোগ পাবেন এই বছর।
3. ফুল-স্ট্যাক ডেভেলপার:ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ ব্যক্তির চাহিদা সবসময়ই থাকে এবং এই বছরও তা অব্যাহত থাকবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্টজেএস, নোডজেএস, পাইথন এবং জ্যাঙ্গোর মতো দক্ষতা থাকা ব্যক্তিদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
3. ফুল-স্ট্যাক ডেভেলপার:
ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ ব্যক্তির চাহিদা সবসময়ই থাকে এবং এই বছরও তা অব্যাহত থাকবে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্টজেএস, নোডজেএস, পাইথন এবং জ্যাঙ্গোর মতো দক্ষতা থাকা ব্যক্তিদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
৪. ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞক্লাউড কম্পিউটিং-এর ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্লাউড নিরাপত্তা এবং DevOps-এ দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা বাড়ছে। AWS, Azure, Google Cloud Platform, এবং Kubernetes-এর মতো দক্ষতা থাকা ব্যক্তিরা সহজেই উচ্চ বেতনের চাকরি পাবেন।
৪. ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞ
ক্লাউড কম্পিউটিং-এর ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে ক্লাউড নিরাপত্তা এবং DevOps-এ দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা বাড়ছে। AWS, Azure, Google Cloud Platform, এবং Kubernetes-এর মতো দক্ষতা থাকা ব্যক্তিরা সহজেই উচ্চ বেতনের চাকরি পাবেন।
৫. স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা খাতে চাকরির সুযোগ:ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল স্টাফদের সবসময় চাহিদা থাকে। এ বছরও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে চাকরির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
৫. স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা খাতে চাকরির সুযোগ:
ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল স্টাফদের সবসময় চাহিদা থাকে। এ বছরও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে চাকরির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
৬. শিক্ষা ক্ষেত্রসবসময় শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাবিদদের চাহিদা ছিল, আছে এবং থাকবে। তবে ২০২৪ সালে অনলাইন শিক্ষার ক্রমবর্ধমান ব্যবহারের ফলে অনলাইনে পাঠদানকারী শিক্ষকদের চাহিদাও বাড়বে।
৬. শিক্ষা ক্ষেত্র
সবসময় শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাবিদদের চাহিদা ছিল, আছে এবং থাকবে। তবে ২০২৪ সালে অনলাইন শিক্ষার ক্রমবর্ধমান ব্যবহারের ফলে অনলাইনে পাঠদানকারী শিক্ষকদের চাহিদাও বাড়বে।
৭. উদ্যোক্তাএই বছর ভারতে স্টার্ট-আপ সংস্কৃতির উত্থানের সঙ্গে সঙ্গে উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সৃজনশীল, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা একটি নতুন ব্যবসা শুরু করতে এবং পরিচালনা করতে সফল হবেন এই পেশায়।
৭. উদ্যোক্তা
এই বছর ভারতে স্টার্ট-আপ সংস্কৃতির উত্থানের সঙ্গে সঙ্গে উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সৃজনশীল, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা একটি নতুন ব্যবসা শুরু করতে এবং পরিচালনা করতে সফল হবেন এই পেশায়।
৮. সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের কাজের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ বছরও ভারতে পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশি থাকবে।
৮. সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের কাজের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ বছরও ভারতে পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশি থাকবে।
৯. ব্যাঙ্কিং এবং আর্থিক খাত :ব্যাঙ্কিং এবং আর্থিক খাতে ফিনটেকের ক্রমবর্ধমান ব্যবহারের পাশাপাশি ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেইন এবং এআই-এর মতো দক্ষতা থাকা পেশাদারদের উচ্চ চাহিদা থাকবে এই বছর৷
৯. ব্যাঙ্কিং এবং আর্থিক খাত :
ব্যাঙ্কিং এবং আর্থিক খাতে ফিনটেকের ক্রমবর্ধমান ব্যবহারের পাশাপাশি ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেইন এবং এআই-এর মতো দক্ষতা থাকা পেশাদারদের উচ্চ চাহিদা থাকবে এই বছর৷
১০. কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ:কৃষি ভারতে একটি গুরুত্বপূর্ণ খাত, এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের সবসময় চাহিদা থাকে। এই বছরও কৃষিতে চাকরির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ ভারত সরকার কৃষি খাতের আধুনিকীকরণ এবং কৃষকদের আয় বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। আগামী দিনে তাই এই সেক্টরগুলিতে কাজের দুর্দান্ত সুযোগ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
১০. কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ:
কৃষি ভারতে একটি গুরুত্বপূর্ণ খাত, এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের সবসময় চাহিদা থাকে। এই বছরও কৃষিতে চাকরির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ ভারত সরকার কৃষি খাতের আধুনিকীকরণ এবং কৃষকদের আয় বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। আগামী দিনে তাই এই সেক্টরগুলিতে কাজের দুর্দান্ত সুযোগ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Job interview tips: চাকরির ইন্টারভিউয়ে বসে কী কী বলা উচিত না? সফল হওয়ার চাবিকাঠি লুকিয়ে আপনার জবাবে


চাকরির ইন্টারভিউয়ের আগে অধিকাংশ মানুষই টেনশনে ভুগতে শুরু করেন৷ ইন্টারভিউয়ে বসে উল্টো দিকে থাকা প্রশ্নকর্তাদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখেন না কেউই৷ কিন্তু এমন কিছু কথা আছে, যা ইন্টারভিউতে না বলাই ভাল৷

গুগলের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন কর্তা নোলন চার্চ এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ যেগুলি মেনে চললে ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা বাড়ে৷
গুগলের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন কর্তা নোলন চার্চ এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ যেগুলি মেনে চললে ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা বাড়ে৷
চাকরির ইন্টারভিউয়ে অনেক সময়ই চাকরিপ্রার্থীর কোনও বিষয়ে দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হয়৷ তখন বাঁধা ধরা গতে অনেকেই জবাব দেন, 'আমি এ বিষয়টি নিয়ে খুব পরিশ্রম করছি৷ '
চাকরির ইন্টারভিউয়ে অনেক সময়ই চাকরিপ্রার্থীর কোনও বিষয়ে দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হয়৷ তখন বাঁধা ধরা গতে অনেকেই জবাব দেন, ‘আমি এ বিষয়টি নিয়ে খুব পরিশ্রম করছি৷
কিন্তু নোলন চার্চের মতে, এই ধরনের উত্তর খুবই মন গড়া মনে হতে পারে৷ তার থেকে চাকরিপ্রার্থী যদি কোনও বিষয়ে নিজের দুর্বলতা স্বীকার করে নিয়ে সত্যিটা স্বীকার করে নেন তাহলে তাঁর বিশ্বাসযোগ্যতা যেমন তৈরি হয়, সেরকমই শেখার ইচ্ছেও প্রকাশ পায়৷
কিন্তু নোলন চার্চের মতে, এই ধরনের উত্তর খুবই মন গড়া মনে হতে পারে৷ তার থেকে চাকরিপ্রার্থী যদি কোনও বিষয়ে নিজের দুর্বলতা স্বীকার করে নিয়ে সত্যিটা স্বীকার করে নেন তাহলে তাঁর বিশ্বাসযোগ্যতা যেমন তৈরি হয়, সেরকমই শেখার ইচ্ছেও প্রকাশ পায়৷
গুগলের ওই প্রাক্তন কর্তার আরও পরামর্শ, এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় ইন্টারভিউতে কখনওই পূর্বতন সংস্থার কোনও কর্তা, আধিকারিক সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়৷
গুগলের ওই প্রাক্তন কর্তার আরও পরামর্শ, এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় ইন্টারভিউতে কখনওই পূর্বতন সংস্থার কোনও কর্তা, আধিকারিক সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়৷
এর পাশাপাশি কোনও প্রশ্নের জবাব না জানলে শুধুমাত্র 'জানি না' বলে জবাব না দিয়ে সেই বিষয়টি আয়ত্ত্ব করতে আপনি কী করবেন, তা বোঝানোর চেষ্টা করুন৷
এর পাশাপাশি কোনও প্রশ্নের জবাব না জানলে শুধুমাত্র ‘জানি না’ বলে জবাব না দিয়ে সেই বিষয়টি আয়ত্ত্ব করতে আপনি কী করবেন, তা বোঝানোর চেষ্টা করুন৷
ইন্টারভিউয়ের সময়ে অযথা সাজানো, মন গড়া কথা না বলা, বিনম্র থাকা এবং শেখার আগ্রহ আছে তা বোঝানোর চেষ্টা করা উচিত৷ এর ফলে প্রশ্নকর্তাদের মনে চাকরিপ্রার্থী সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে৷
ইন্টারভিউয়ের সময়ে অযথা সাজানো, মন গড়া কথা না বলা, বিনম্র থাকা এবং শেখার আগ্রহ আছে তা বোঝানোর চেষ্টা করা উচিত৷ এর ফলে প্রশ্নকর্তাদের মনে চাকরিপ্রার্থী সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে৷

Job Vastu Shastra: চাকরিতে বাধা? এই ১০টি নিয়মে মানুন, মনের মতো চাকরি কেউ আটকাতে পারবে না

Job vastu Shastra: : যোগ্যতা রয়েছে তবুও চাকরি পাচ্ছেন না, এমন অনেকেই রয়েছেন৷ প্রত্যেকেই এমন একটি কাজ করতে চান যেখান থেরে ভাল আয় এবং উন্নতিও হয়৷ গ্রহের ফেরে কোথাও যেন আপনি আটকে পড়ছেন৷ জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপায় রয়েছে যাতে এই বাধা কাটবে, জীবনে ভাল চাকরি পাবেন৷
Job vastu Shastra: যোগ্যতা রয়েছে তবুও চাকরি পাচ্ছেন না, এমন অনেকেই রয়েছেন৷ প্রত্যেকেই এমন একটি কাজ করতে চান যেখান থেরে ভাল আয় এবং উন্নতিও হয়৷ গ্রহের ফেরে কোথাও যেন আপনি আটকে পড়ছেন৷ জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপায় রয়েছে যাতে এই বাধা কাটবে, জীবনে ভাল চাকরি পাবেন৷
ইন্টারভিউয়ের দিন সূর্যোদয়ের আগে হলুদ মেশানে জলে স্নান করুন। এর পর ১১টি ধূপকাঠি জ্বালিয়ে আপনার ইচ্ছা বলুন। এটি করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।
ইন্টারভিউয়ের দিন সূর্যোদয়ের আগে হলুদ মেশানে জলে স্নান করুন। এর পর ১১টি ধূপকাঠি জ্বালিয়ে আপনার ইচ্ছা বলুন। এটি করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।
ইন্টারভিউ দেওয়ার আগে দই-চিনি খেয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার সময় ডান পা সামনের দিকে রাখুন।
ইন্টারভিউ দেওয়ার আগে দই-চিনি খেয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার সময় ডান পা সামনের দিকে রাখুন।
চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে একটি লেবু নিন এবং চার দিকে চারটি লবঙ্গ পুঁতে দিন। 'ওম শ্রী হনুমন্তে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করুন৷ এটি আপনার কাছে রাখুন। জ্যোতিষীরা বলেন, এতে শুভ কাজে বাধা দূর হয়৷
চাকরির ইন্টারভিউতে যাওয়ার আগে একটি লেবু নিন এবং চার দিকে চারটি লবঙ্গ পুঁতে দিন। ‘ওম শ্রী হনুমন্তে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন৷ এটি আপনার কাছে রাখুন। জ্যোতিষীরা বলেন, এতে শুভ কাজে বাধা দূর হয়৷
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় গরুকে গুড়, ছোলা বা ময়দা মিশিয়ে খাওয়ালে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। মনে রাখবেন যে আপনি নিজের হাতে এটি গরুকে খাওয়াবেন, তবেই আপনি এর ফলাফল পাবেন।
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় গরুকে গুড়, ছোলা বা ময়দা মিশিয়ে খাওয়ালে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। মনে রাখবেন যে আপনি নিজের হাতে এটি গরুকে খাওয়াবেন, তবেই আপনি এর ফলাফল পাবেন।
সাত ধরনের দানা মিশিয়ে প্রতিদিন ভোরবেলা পাখিদের খাওয়ান, চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না!
সাত ধরনের দানা মিশিয়ে প্রতিদিন ভোরবেলা পাখিদের খাওয়ান, চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না!
সাদা কাপড়ে কালো চাল বেঁধে মাসের প্রথম সোমবার মা কালীকে নিবেদন করুন। জীবনে বহু সমস্যার সমাধান হবে, যা মধ্যে চাকরি বাধাও কাটবে৷
সাদা কাপড়ে কালো চাল বেঁধে মাসের প্রথম সোমবার মা কালীকে নিবেদন করুন। জীবনে বহু সমস্যার সমাধান হবে, যা মধ্যে চাকরি বাধাও কাটবে৷
বাড়িতে হনুমানজির ছবি রাখুন। প্রতিদিন তাঁকে পূজা করুন, আপনার সমস্ত বাধা শেষ হয়ে যাবে এবং আপনি শীঘ্রই চাকরি পাবেন।
বাড়িতে হনুমানজির ছবি রাখুন। প্রতিদিন তাঁকে পূজা করুন, আপনার সমস্ত বাধা শেষ হয়ে যাবে এবং আপনি শীঘ্রই চাকরি পাবেন।
 প্রতি শনিবার শনি মহারাজের পূজা করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পূজা করার সময় 'ওম শম শনাইশ্চরায় নমঃ' ১০৮ বার জপ করুন। আপনার রাশির সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং শীঘ্রই আপনি চাকরি পাবেন।
প্রতি শনিবার শনি মহারাজের পূজা করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পূজা করার সময় ‘ওম শম শনাইশ্চরায় নমঃ’ ১০৮ বার জপ করুন। আপনার রাশির সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং শীঘ্রই আপনি চাকরি পাবেন।

সিভি আকর্ষণীয় হলে ভাল চাকরি একদম পাকা! বায়োডাটায় কিন্তু ‘এসব’ লিখবেন না

কলকাতা: ভাল চাকরি পেতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বায়োডাটা। সিভি বানানোর সময় খেয়াল রাখতে হবে, যেন এমন কোনো ভুল না হয় যাতে সেটির আকর্ষণ কমে!

ভাল চাকরি পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বায়োডাটার জন্য। আসুন জেনে নেওয়া যাক সিভি তৈরির সময় কোন টিপস মাথায় রাখা উচিত। যে কোনও কোম্পানির এইচআর কিন্তু সবার আগে আপনার বায়োডাটা দেখবেন। ফলে সেখানে কোনও ভুল করা যাবে না।

প্রায়শই প্রার্থীরা তাদের বায়োডাটায় উল্লেখ করেন, তাঁরা কতগুলি কোম্পানিতে, কোন পদে কাজ করেছেন! তবে সিভিতে আসলে উল্লেখ করতে হয়, আপনি সংশ্লিষ্ট কোম্পানিগুলি থেকে কী কী অর্জন করেছেন!আপনার সিভি-তে সেটা লেখা থাকলে তা অন্যদের তুলনায় আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে।

আরও পড়ুন- বরফ পড়ছে না তাই মন খারাপ, আসব না অফিসে..মহিলা কর্মীর ছুটি মঞ্জুর করে ভাইরাল বস!

বায়োডাটা আপনার চাকরির প্রোফাইল অনুযায়ী হতে হবে। সেখানে আপনার হবি, পার্সোনাল ডিটেলস প্রয়োজনের বেশি হওয়া চলবে না। মনে রাখবেন, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, এমন কোনও তথ্য না লেখাই ভাল।

অনেক সময় নিজেদের ভাল প্রার্থী হিসেবে প্রমাণ করার জন্য প্রার্থীরা এমন কিছু করে যা সমস্যা তৈরি করতে পারে। কিছু প্রার্থী বায়োডাটা আকর্ষণীয় করে তুলতে অদ্ভুত ওকঠিন শব্দ ব্যবহার করেন। এমনটা করা উচিত নয়।

খুব দীর্ঘ এবং অপ্রয়োজনীয় বিবরণ লেখার দরকার নেই। সিভি হতে হবে একেবারে ঝকঝকে। এখন canva-র মতো অনেক অ্যাপ আছে, সেখানে আপনি নিজের ইচ্ছেমতো সিভি বানিয়ে নিতে পারেন।

আরও পড়ুন- ট্রেনে কোনও বিপদ হলে কোন নম্বরে ফোন করতে হয়? এই তিন সংখ্যা সবার জানা দরকার

আপনার যদি কোনও স্পেশাল কোর্স-এর সার্টিফিকেট থাকে, সেটা বায়োডাটায় উল্লেখ করতে ভুলবেন না। নিজের স্পেশালাইজেশন-কে গুরুত্ব দিতে ভুলবেন না।

চাকরির বাজার এত খারাপ! একটা মাত্র শূন্যপদ, সিভি জমা দিতে লাইনে তিন হাজার!

পুনে: অনেকেই হয়তো বলবেন, এই মুহূর্তে ভারতের সব থেকে বড় সমস্যা দুর্নীতি। কিন্তু আরেক পক্ষ দাবি করতেই পারেন, এই সময় দাঁড়িয়েও এদেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব।

দেশের জনসংখ্যা বাড়ছে লাফিয়ে। সেই তুলনায় চাকরি কোথায়! না হলে একটা মাত্র শূন্যপদের জন্য প্রায় তিন হাজার প্রার্থী লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেয়!

এই সময়ে দাঁড়িয়ে যে কোনও জায়গায় প্রবল প্রতিযোগিতা। তাতে একজন চাকরিপ্রার্থীর যোগ্যতা যাই হোক। যে কোনও পেশায় প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হবে যে কাউকে। তবে চাকরির বাজার ২০২৪ সালেও যে খুবই খারাপ তা বোঝা গেল পুনের এই ছবি দেখে।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে ফুল…শুরু কাউন্টডাউন

ইঞ্জিনিয়ারিং কিংবা পিএইচডির মতো ডিগ্রিধারীরা এর আগে ঝাড়ুদার পদে আবেদন করেছেন। সেই নজির আছে। এর আগে একটা পদের জন্য ৫ হাজার আবেদনকারী লাইনে দাঁড়িয়েছেন। সেই ছবিও এদেশ দেখেছে। তবে মনে করা হয়েছিল, দেশের বিকাশ হবে ধীরে ধীরে। মিটবে বেকারত্বের সমস্যা। তবে সেটা ২০২৪ সালেও হল না।

আরও পড়ুন- রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই সামনে এল রাম মন্দিরের অপূর্ব দৃশ্য! রইল সব ছবি

পুনের এক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘জুনিয়র ডেভেলপার’ পদে এক জন কর্মী নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই পদে আবেদন পড়ল প্রায় তিন হাজার। সবাই লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিলেন। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি অফিসে চলে এসেছিলেন সবাই।

Google: ১৯ বছরের চাকরি, হঠাৎ ছাঁটাই! গুগলের কর্মী যা লিখলেন, অবাক না হয়ে উপায় নেই

কলকাতা: দীর্ঘ প্রায় কুড়ি বছর তিনি বিশ্বের অন্যতম নামী সংস্থা গুগল-এ কর্মরত ছিলেন৷ কিন্তু ১৯ বছর গুগল-এ কাটিয়ে দেওয়ার পর হঠাৎ একদিন ওই কর্মী জানতে পারলেন, তাঁকে ছাঁটাই করে দিয়েছে সংস্থা৷

আর পাঁচ জন হলে হয়তো এমন পরিণতির পর নিজের মনের যাবতীয় ক্ষোভ প্রকাশ্যেই উগড়ে দিতেন৷ অথবা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন৷ কিন্তু কেভিন বুরোলিয়ন নামে গুগল থেকে চাকরি হারানো ওই কর্মী সে পথে হাঁটেননি৷ বরং চাকরি খুইয়ে তিনি সমাজমাধ্যমে যা লিখেছেন, তা দেখে অবাক অনেকেই৷ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে কেভিন বুরোলিনের ওই পোস্ট৷

চাকরি হারানোর পর সমাজমাধ্যমে গুগলের ওই প্রাক্তন কর্মী লিখেছেন, একটা যুগের অবসান৷ ১৯ বছর গুগলে কাটানোর পর আমি গতকাল সকালে জানতে পারলাম যে বুলেটটা আমাকে এসেই বিঁধেছে৷ একরাতের মধ্যে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ছেলের মতো আগলে রেখেছিলেন ভারতীয় মা,পথভোলা বাংলাদেশী যুবককে নিয়ে কী করল বিএসএফ?

চাকরি হারানোর জন্য যে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, তা অস্বীকার করেননি বুরোলিয়ন৷ একই সঙ্গে তিনি লিখেছেন, চাকরি হারালে বিপর্যস্ত লাগে ঠিকই৷ কিন্তু আমার জীবনে এরকম একটা ঝাঁকুনির প্রয়োজন ছিল৷ তাই এখনই তাড়াহুড়ো করে আমি অন্য চাকরিতে ঢুকতে চাই ন৷

বুরোলিয়ন আরও জানিয়েছেন, চাকরি না থাকায় এবার অবসর সময় তিনি সাইক্লিং করবেন, বই পড়বেন, ড্রাম বাজানো শিখবেন, ঘুরে বেড়াবেন এবং সর্বোপরি পরিবারকে আরও বেশি করে সময় দেবেন৷ একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, চাকরি হারানোর খবর জেনে কেউ যেন তাঁকে সহানুভূতির বার্তা না দেয়৷

গুগলের এক মুখপাত্রও বিবৃতি দিয়ে জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়েই তাদের বিভিন্ন অধীনস্থ সংস্থার উৎপাদনশীলতা এবং কর্মদক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু কর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে৷ তবে যাঁদের ছাঁটাই করা হচ্ছে, তাঁরা ফের গুগলে নতুন কোনও চাকরির জন্য আবেদন জানাতে পারবেন বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷

সময়সীমা দিলেন চাকরিপ্রার্থীরা, আশ্বাস শিক্ষামন্ত্রীরও! নতুন বছরেই কাটবে নিয়োগ জট?

কলকাতা: চলতি মাসেই দুটি বৈঠক। কতটা এগলো  নিয়োগ জট কাটানোর প্রক্রিয়া? বৈঠকের পর এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুক্রবার অনেকটাই আশাবাদী এসএলএসটি চাকরিপ্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শিক্ষা দফতর আইনের জট কাটানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করছে বলে জানান তারা। গত ১১ তারিখের বৈঠকের পর আজ বৈঠকের দিনক্ষণ ধার্য হয়ে গেলেও ১৪ ডিসেম্বরের যে আদালতের শুনানির দিকে তাকিয়ে ছিলেন সবাই, সেই শুনানি পিছিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: বেজায় চাপে জাদুকর! ইডি দফতরে হাজির পি সি সরকার জুনিয়র! তুমুল জল্পনা শুরু

স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল, আদৌ কি তবে শুক্রবারের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র আদৌ বেরিয়ে আসতে পারে। তবে চাকরিপ্রার্থীদের তরফ থেকে শুক্রবারের বৈঠকে বেশ কিছু প্রস্তাব শিক্ষা দফতরের সামনে রাখার ইচ্ছাপ্রকাশ করা হলে সেই প্রস্তাব শুনতে আগ্রহ প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। ফলতঃ এই বৈঠক বাতিল করেননি তিনি।

চাকরিপ্রার্থীদের পক্ষে ধরনা আন্দোলনের ১০১৩ দিনের মাথায় করা এই বৈঠকে প্রাথমিক ভাবে একটি সময়সীমার দাবি জানানো হয়। চাকরিপ্রার্থীরা ১ ফেব্রুয়ারির মধ্যে কোনও একটি সদর্থক পদক্ষেপের দাবি রাখেন। যদিও শিক্ষা দফতরের পক্ষে এই সময়সীমার কথা না মানা হলেও অবিলম্বে জট কাটানোর প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করার কথা বলে আশ্বস্ত করা হয় চাকরিপ্রার্থীদের।

শিক্ষামন্ত্রী নিজে জানান, অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর শিক্ষা দফতর এবং চাকরিপ্রার্থীরা অনেক বিষয় নিয়েই সহমত পোষণ করতে পেরেছেন, যার জেরে আইনি জটিলতা অদূর ভবিষ্যতে কেটে যাওয়ার বিষয়ে অনেকটাই আশাবাদী সবাই। পরবর্তী বৈঠকের কোনও চূড়ান্ত দিন এক্ষুণি ধার্য্য না হলেও এই প্রক্রিয়ায় সমাধানসূত্র বের করতে ভবিষ্যতে আলোচনার রাস্তা খোলা রাখবেন দু পক্ষই।

Mamata Banerjee: হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ, হতচকিত পুলিশ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কলকাতা: নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গেলেন চাকরিপ্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই রাস্তার উপরে বসে, শুয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিয়োগের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন বিক্ষোভকারীরা৷

আচমকা এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ তবে কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান নিয়ে এসে চাকরিপ্রার্থীদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ৷ তবে এই ঘটনায় ফের একবার পুলিশের ভূমিকা এবং মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এ দিন হাজরা মোড়ে ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল৷ নিয়োগের দাবিতে তাঁরাও শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তি নীচে টানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন৷ সেই কর্মসূচির ৫৫৫ তম দিনে এ দিন হাজরায় বিক্ষোভ দেখানোর কথা ছিল ওই চাকরিপ্রার্থীদের৷ হাজরা মোড়ের এই কর্মসূচি অবশ্য পূর্ব নির্ধারিতই ছিল৷

আরও পড়ুন: বেজায় চাপে জাদুকর! ইডি দফতরে হাজির পি সি সরকার জুনিয়র! তুমুল জল্পনা শুরু

কিন্তু সেখান থেকেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে কাছে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মুখে পৌঁছে যান পঞ্চাশ জনেরও বেশি মহিলা চাকরিপ্রার্থী৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই রাস্তার উপরে বসে পড়েন ওই চাকরিপ্রার্থীরা৷ কেউ কেউ স্লোগান দিতে দিতে রাস্তার উপরে শুয়েও পড়েন৷

স্বভাবতই এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ৷ কিন্তু পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশকর্মী না থাকায় অতজন মহিলা বিক্ষোভকারীদের সরানো সম্ভব হয়নি৷ তার পরেই পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী নিয়ে এসে বিক্ষোভকারীদের কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়৷

এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ফাঁক সামনে এসেছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের আদি গঙ্গা পেরিয়েও তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কার্যত ভিতর থেকেই লুকিয়ে থাকা এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ৷