বুথ ফেরত সমীক্ষা: উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত?

UP Lok Sabha Election 2024 Exit Poll Results: বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত! ইন্ডিয়া-জোট পেতে পারে ৯ থেকে ১২ আসন

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ হল যে কোনও রাজনৈতিক শিবিরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলির মধ্যে একটি। কেন্দ্রে সরকার গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া এই রাজ্যের সর্বাধিক ৮০টি লোকসভা আসন রয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনের সাতটি ধাপে উত্তর প্রদেশের ৮০ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা। তার আগেই বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ্যে এল ফলাফলের আগাম আভাস।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

উত্তর প্রদেশে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট
বুথ ফেরত সমীক্ষার ফলাফলে উত্তর প্রদেশে মোট ৮০টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ৬৮- ৭১টি আসন ৷ এর মধ্যে বিজেপির ঝুলিতেই যেতে পারে ৬৪-৬৭টি আসন ৷ অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৯-১২টি আসন ৷

প্রসঙ্গত ২০১৯-এর সালের লোকসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) 80টির মধ্যে ৬২টি সর্বাধিক সংখ্যক আসন দখল করেছিল। মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) ১০টি আসন জিততে সক্ষম হয়েছিল। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) পেয়েছিল মাত্র পাঁচটি আসন। আর কংগ্রেস মাত্র একটি আসন জয় করতে পেরেছিল রায়বেরেলি। তার আগে ২০১৪ -র লোকসভা নির্বাচনে বিজেপি তার সর্বকালের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল এই উত্তর প্রদেশেই। ৮০টির মধ্যে ৭১টি আসন জিতেছিল মোদি ব্রিগেড।