Vastu Tips: সংসার থেকে জলের মতো বেরিয়ে যাবে টাকা! বাড়ির দরজায় এই দোষ থাকলেই মুশকিল

প্রতিটি গৃহস্থ পরিবারে কোন জিনিস ঠিক কোথায় রাখা রয়েছে, তার অবস্থান কী, এর উপরে বাড়ির সুখ, শান্তি ও সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে৷ সেই কারণে, বাস্তু বিশেষজ্ঞেরা বলে থাকেন, বাড়ির প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ভাবে রাখা উচিত, নাহলে বাড়ির পরিবেশে নেতিবাচকতা বৃদ্ধি পায়৷
প্রতিটি গৃহস্থ পরিবারে কোন জিনিস ঠিক কোথায় রাখা রয়েছে, তার অবস্থান কী, এর উপরে বাড়ির সুখ, শান্তি ও সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে৷ সেই কারণে, বাস্তু বিশেষজ্ঞেরা বলে থাকেন, বাড়ির প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ভাবে রাখা উচিত, নাহলে বাড়ির পরিবেশে নেতিবাচকতা বৃদ্ধি পায়৷
কথিত আছে ঘরের দরজা ভাল থাকলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। ভাল দরজা সংসারে সুখ বাড়ায়। কথিত আছে, যে বাড়িতে ঘন ঘন ঝগড়া-বিবাদ হয়, সেই বাড়ির প্রধান দরজায় নিশ্চই কোনও সমস্যা থাকে।
কথিত আছে ঘরের দরজা ভাল থাকলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না। ভাল দরজা সংসারে সুখ বাড়ায়। কথিত আছে, যে বাড়িতে ঘন ঘন ঝগড়া-বিবাদ হয়, সেই বাড়ির প্রধান দরজায় নিশ্চই কোনও সমস্যা থাকে।
বাড়ির মূল দরজায় কী কী সমস্যা থাকলে তার প্রভাব গৃহস্থ সংসারে পরে সে বিষয়ে আমাদের জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্র কুমার শাস্ত্রী৷
বাড়ির মূল দরজায় কী কী সমস্যা থাকলে তার প্রভাব গৃহস্থ সংসারে পরে সে বিষয়ে আমাদের জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা হিতেন্দ্র কুমার শাস্ত্রী৷
বাড়ির প্রধান দরজায় আমের পাতা ঝুলিয়ে রাখলে তা সংসারের জন্য ভাল বলে মনে করা হয়। দরজায় ঈশ্বরের ছবি লাগিয়ে রাখা ভাল। বাড়ির দরজা কাচ বা কাঠ যেমন নিম এবং চন্দন দিয়ে তৈরি করলে তা শুভ বলে মনে করা হয়।
বাড়ির প্রধান দরজায় আমের পাতা ঝুলিয়ে রাখলে তা সংসারের জন্য ভাল বলে মনে করা হয়। দরজায় ঈশ্বরের ছবি লাগিয়ে রাখা ভাল। বাড়ির দরজা কাচ বা কাঠ যেমন নিম এবং চন্দন দিয়ে তৈরি করলে তা শুভ বলে মনে করা হয়।
 এছাড়া, ঘরে ঢোকার সময় দরজা সবসময় দু’হাত দিয়ে খোলা উচিত। তাছাড়া, বাড়ির মূল দরজা কখনওই সব সময় খুলে রাখা উচিত নয়৷ ঘরের দরজা সব সময় খোলা থাকলে সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বাড়ির মূল দরজা ভোর বেলা কিছুক্ষণ এবং দিনান্তে কিছুক্ষণ খুলে রাখা উচিত৷
এছাড়া, ঘরে ঢোকার সময় দরজা সবসময় দু’হাত দিয়ে খোলা উচিত। তাছাড়া, বাড়ির মূল দরজা কখনওই সব সময় খুলে রাখা উচিত নয়৷ ঘরের দরজা সব সময় খোলা থাকলে সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বাড়ির মূল দরজা ভোর বেলা কিছুক্ষণ এবং দিনান্তে কিছুক্ষণ খুলে রাখা উচিত৷
 ঘরের দরজায় কখনওই আওয়াজ হওয়া উচিত নয়। ত্রুটিপূর্ণ দরজা অবিলম্বে বদলে ফেলা উচিত৷ নাহলে অর্থহানির সম্ভাবনা থাকে। প্রতিদিন বাড়ির মূল দরজা পরিষ্কার করা ভাল।
ঘরের দরজায় কখনওই আওয়াজ হওয়া উচিত নয়। ত্রুটিপূর্ণ দরজা অবিলম্বে বদলে ফেলা উচিত৷ নাহলে অর্থহানির সম্ভাবনা থাকে। প্রতিদিন বাড়ির মূল দরজা পরিষ্কার করা ভাল।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।