প্রতিকী ছবি

South Dinajpur News : নবরাত্রির ৯ দিন মেনে চলুন এই বাস্তু টোটকা, আপনার বড়লোক হওয়া আটকায় কে!

 নবরাত্রিতে সোনা বা রুপোর মুদ্রা কেনা শুভ। মুদ্রায় লক্ষ্মী বা গণেশের ছবি থাকা শুভ,এমন কয়েন মানিব্যাগে রাখলে মিলবে উপকার।
নবরাত্রিতে সোনা বা রুপোর মুদ্রা কেনা শুভ। মুদ্রায় লক্ষ্মী বা গণেশের ছবি থাকা শুভ,এমন কয়েন মানিব্যাগে রাখলে মিলবে উপকার।
বাড়ির প্রধান দরজায় স্বস্তিক আঁকা শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। জীবনের সকল দুঃখ হ্রাস করে ও রোগ নিরাময় করে।
বাড়ির প্রধান দরজায় স্বস্তিক আঁকা শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। জীবনের সকল দুঃখ হ্রাস করে ও রোগ নিরাময় করে।
পদ্মের উপর বসে থাকা দেবী লক্ষ্মীর প্রতিমা কিনতে পারেন,আর্থিক বৃদ্ধি ঘটবে।
পদ্মের উপর বসে থাকা দেবী লক্ষ্মীর প্রতিমা কিনতে পারেন,আর্থিক বৃদ্ধি ঘটবে।
 নবরাত্রির শুভ তিথিতে তুলসী গাছ লাগানো ভাল। এতে সংসারে সকলের মঙ্গল হয়। সকল নেতিবাচক শক্তি দূর হয়। ঘটে আর্থিক বৃদ্ধি।
নবরাত্রির শুভ তিথিতে তুলসী গাছ লাগানো ভাল। এতে সংসারে সকলের মঙ্গল হয়। সকল নেতিবাচক শক্তি দূর হয়। ঘটে আর্থিক বৃদ্ধি।
কলা গাছ ঘরে আনা শুভ বলে মনে করা হয়। নবরাত্রির শুভ সময় কলা গাছ এনে বাড়িতে রোপণ করা শুভ। প্রতি বৃহস্পতিবার করে এই গাছের গোড়ায় দুধ দিলে মিলবে দ্বিগুণ উপকার।
কলা গাছ ঘরে আনা শুভ বলে মনে করা হয়। নবরাত্রির শুভ সময় কলা গাছ এনে বাড়িতে রোপণ করা শুভ। প্রতি বৃহস্পতিবার করে এই গাছের গোড়ায় দুধ দিলে মিলবে দ্বিগুণ উপকার।