মরদেহ

Durga Puja 2024: পুজোয় ঘরে ফেরার কথা থাকলেও ফিরল ‌যুবকের নিথর দেহ! শোকস্তব্ধ গ্রামে হবেনা দুর্গাপুজো

আলিপুরদুয়ার:  সংসারের হাল ধরতে পরিযায়ী শ্রমিকের জীবন  বেছে নিয়েছিল রজত বর্মন। পুজোয় এসে ক্লাবের দুর্গাপুজোর তদারকি করার কথা ছিল,। কিন্তু, পুজোর এক সপ্তাহ আগে ধুলাগাঁও গ্রামে ফিরল  তাঁর মরদেহ। আগমনীর সুর বিষাদে পরিণত হয়েছে এই গ্রামে। তাই,  ক্লাবের পুজো বন্ধ রাখার কথা ভেবেছেন ওই ক্লাবের কর্মকর্তারা।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের পর উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ? ভয়ঙ্কর অভিযোগ বিভাগীয় প্রধানদের

সংসারের হাল ধরে স্বচ্ছলভাবে জীবনযাপনের স্বপ্ন ছিল রজত বর্মনের, কিন্তু তা আর হল সম্ভব না। ওড়িশায় কাজে গিয়েছিল সে। এই তরুণের দেহ পৌছেছে তাঁর বাড়িতে। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলগাঁও গ্রামের ঘরের ছেলে বাড়ি ফিরল, তবে নিথর হয়ে। জানা গিয়েছে, বাবার সঙ্গে কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ধুলগাঁও গ্রামের ছেলে রজত বর্মন। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পুজোর আগে দারুণ খবর! উত্তরবঙ্গে যাওয়ার দুই স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের, জানুন

এদিকে তাঁর মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। রজত তাঁর মিষ্টি ব্যবহারের দ্বারা সকলকেই আপন করে নিয়েছিলেন, সেই ছেলে বেলা থেকেই। নিজের ব্যবহারের জন্য ধীরে ধীরে সে হয়ে ওঠে গ্রামের সকলের কাছে প্রিয়। তবে ঘরের ছেলে রজত যে আজ আর নেই তা কেউই ভাবতেই পারছেন না। অথচ ক’দিন পরেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ইচ্ছে ছিল দার্জিলিং ঘুরতে যাবার।ক্লাবের পুজো নিয়ে অনেক পরিকল্পনা ছিল তার।এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পরিবারের পাশাপাশি প্রিয় রজত কে হারিয়ে শোকে বিহ্বল পাড়া-প্রতিবেশীরাও। আগে রজত যখনই বাড়ি এসেছেন, বাড়ির লোকজনের পাশাপাশি পাড়া- প্রতিবেশীদের সঙ্গেও কাটিয়েছেন সুন্দর মুহূর্ত।সেসব স্মৃতি শুধু রয়ে গেল মানুষের মনে।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

Annanya Dey