Vastu Tips for home: ঠাকুরের সামনে ‘এই’ দিকে রাখা উচিত প্রদীপের শিখার মুখ…আপনি কি জানতেন? বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞ

বাড়ি হোক, কী দোকান, কিংবা অফিস৷ দিন শুরুর সময় আমরা প্রত্যেকেই ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে থাকি৷ একই রকম ভাবে সন্ধেবেলা তুলসী মঞ্চে বা মা লক্ষ্মীর সামনে আমরা সরষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি৷
বাড়ি হোক, কী দোকান, কিংবা অফিস৷ দিন শুরুর সময় আমরা প্রত্যেকেই ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে থাকি৷ একই রকম ভাবে সন্ধেবেলা তুলসী মঞ্চে বা মা লক্ষ্মীর সামনে আমরা সরষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি৷
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, অগ্নি বাড়ি, দোকান বা অফিসের পরিবেশকে শুদ্ধ করে৷ সেইকারণেই, প্রদীপ নিয়ে, বা ধুপ ধুনোর তাপ সারা বাড়িতে ছড়িয়ে দিতে দেখা যায় বয়োঃজ্যেষ্ঠদের৷
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, অগ্নি বাড়ি, দোকান বা অফিসের পরিবেশকে শুদ্ধ করে৷ সেইকারণেই, প্রদীপ নিয়ে, বা ধুপ ধুনোর তাপ সারা বাড়িতে ছড়িয়ে দিতে দেখা যায় বয়োঃজ্যেষ্ঠদের৷
কিন্তু, জানেন কি প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়, দীপ জ্বালানোর সময় প্রদীপের শিখার মুখ কোন দিকে থাকছে, তার উপরেও নির্ভর করে অনেক কিছু৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট দিক রয়েছে৷ ভুল দিকে মুখ রেখে দীপ জ্বালালে কোনও লাভই পাওয়া যায় না, উপরন্তু ক্ষতিও হতে পারে বিস্তর৷ অন্যদিকে, সঠিক দিকে শিখা রেখে প্রদীপ জ্বালালে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ সংসারের আর্থিক, পারিবারিক পরিস্থিতি ভাল থাকে৷
কিন্তু, জানেন কি প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়, দীপ জ্বালানোর সময় প্রদীপের শিখার মুখ কোন দিকে থাকছে, তার উপরেও নির্ভর করে অনেক কিছু৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট দিক রয়েছে৷ ভুল দিকে মুখ রেখে দীপ জ্বালালে কোনও লাভই পাওয়া যায় না, উপরন্তু ক্ষতিও হতে পারে বিস্তর৷ অন্যদিকে, সঠিক দিকে শিখা রেখে প্রদীপ জ্বালালে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ সংসারের আর্থিক, পারিবারিক পরিস্থিতি ভাল থাকে৷
জ্যোতিষীর মতে, বাড়ি এবং মন্দিরের সঠিক বাস্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের সামনে সঠিক দিকে প্রদীপ জ্বালাতে হয়। পুজোর সময় সতর্কতা অবলম্বন করলে যে কোনও দুর্ঘটনা এড়ানো যায়। মধ্যপ্রদেশের খারগোনের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত ডক্টর বসন্ত সোনি (জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) জানাচ্ছেন ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর সঠিক দিক কোনটি।
জ্যোতিষীর মতে, বাড়ি এবং মন্দিরের সঠিক বাস্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের সামনে সঠিক দিকে প্রদীপ জ্বালাতে হয়। পুজোর সময় সতর্কতা অবলম্বন করলে যে কোনও দুর্ঘটনা এড়ানো যায়। মধ্যপ্রদেশের খারগোনের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত ডক্টর বসন্ত সোনি (জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) জানাচ্ছেন ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানোর সঠিক দিক কোনটি।
জ্যোতিষী ডক্টর বসন্ত সোনি লোকাল 18 কে জানিয়েছেন, বাড়ি সব সময় বাস্তু অনুসারে তৈরি করা উচিত। বাড়ির উত্তর-পূর্ব কোণেই সবসময় ঠাকুরঘর বা ঈশ্বরের স্থান রাখা উচিত৷ কারণ এই দিকটি ঈশ্বরের দিক হিসাবে বিবেচিত হয়।
জ্যোতিষী ডক্টর বসন্ত সোনি লোকাল 18 কে জানিয়েছেন, বাড়ি সব সময় বাস্তু অনুসারে তৈরি করা উচিত। বাড়ির উত্তর-পূর্ব কোণেই সবসময় ঠাকুরঘর বা ঈশ্বরের স্থান রাখা উচিত৷ কারণ এই দিকটি ঈশ্বরের দিক হিসাবে বিবেচিত হয়।
উত্তর পূর্বে রাখা ঠাকুরঘরের উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে ভগবানের মূর্তি বা ছবিকে স্থাপন করুন৷ প্রদীপের শিখাও রাখুন সেই পূর্ব দিক করে। এতে বাড়ি সকল প্রকার শুভ তরঙ্গ উৎপন্ন হবে এবং ঘরের বাস্তু দোষ দূর হবে।
উত্তর পূর্বে রাখা ঠাকুরঘরের উদিত হওয়া সূর্যের দিকে মুখ করে ভগবানের মূর্তি বা ছবিকে স্থাপন করুন৷ প্রদীপের শিখাও রাখুন সেই পূর্ব দিক করে। এতে বাড়ি সকল প্রকার শুভ তরঙ্গ উৎপন্ন হবে এবং ঘরের বাস্তু দোষ দূর হবে।
ভগবানের মূর্তির ডান দিকে প্রদীপ জ্বালান। ঈশ্বরের মূর্তি থেকে দূরত্ব রাখুন অন্ততপক্ষে ৯ ইঞ্চি।
ভগবানের মূর্তির ডান দিকে প্রদীপ জ্বালান। ঈশ্বরের মূর্তি থেকে দূরত্ব রাখুন অন্ততপক্ষে ৯ ইঞ্চি।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।