IPL 2024 Injured Palyers: আইপিএল শুরু হচ্ছে শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে৷ পৃথিবীর সবচেয়ে বড় মিলিয়ন ডলার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একের পর এক চোট- আঘাতের সমস্যায় ভাসছে নানা ফ্রাঞ্চাইজিরা৷ একাধিক দলের তারকা ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন টিম থেকে৷

IPL 2024 Injured Players: এবার হচ্ছে টা কী আইপিএল শুরুর আগেই নেই ১৪ প্লেয়ার, এত্ত টাকার ক্ষতি তবুও খেলবেন না এই ক্রিকেটারও

IPL 2024 Injured Palyers: আইপিএল শুরু হচ্ছে শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে৷ পৃথিবীর সবচেয়ে বড় মিলিয়ন ডলার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একের পর এক চোট- আঘাতের সমস্যায় ভাসছে নানা ফ্রাঞ্চাইজিরা৷ একাধিক দলের তারকা ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন টিম থেকে৷
IPL 2024 Injured Palyers: আইপিএল শুরু হচ্ছে শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে৷ পৃথিবীর সবচেয়ে বড় মিলিয়ন ডলার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একের পর এক চোট- আঘাতের সমস্যায় ভাসছে নানা ফ্রাঞ্চাইজিরা৷ একাধিক দলের তারকা ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন টিম থেকে৷
IPL 2024 - র থেকে বাদ হওয়া ক্রিকেটারদের তালিকায় সর্বশেষ যে তারকা নাম লিখিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবার কথা ছিল।
IPL 2024 – র থেকে বাদ হওয়া ক্রিকেটারদের তালিকায় সর্বশেষ যে তারকা নাম লিখিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবার কথা ছিল।
এদিকে চেন্নাই সুপার কিংসের বেবি মালিঙ্গা অর্থাৎ মথিশা পাথিরানাও খেলবেন না । তিনিও ছিটকে গিয়েছেন এবারের আইপিএল থেকে।
এদিকে চেন্নাই সুপার কিংসের বেবি মালিঙ্গা অর্থাৎ মথিশা পাথিরানাও খেলবেন না । তিনিও ছিটকে গিয়েছেন এবারের আইপিএল থেকে।
জাম্পা ব্যক্তিগত কারণে আইপিএল খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাডাম জাম্পা গত মরশুমে ৬ ম্যাচ খেলেছিলেন, তিনি ২৩.৫০ গড়ে তিনি ৮ উইকেট নিয়েছিলেন৷ এর মধ্যে সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন৷ এই ম্যাচ জিতেছিল রাজস্থান৷
জাম্পা ব্যক্তিগত কারণে আইপিএল খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাডাম জাম্পা গত মরশুমে ৬ ম্যাচ খেলেছিলেন, তিনি ২৩.৫০ গড়ে তিনি ৮ উইকেট নিয়েছিলেন৷ এর মধ্যে সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন৷ এই ম্যাচ জিতেছিল রাজস্থান৷
সামনে টানা ক্রিকেটীয় মরশুম তাই আইপিএল না খেলে পরিবারকে সময় দিতে চান জাম্পা৷ যার জেরে তিনি ২৭০,০০০ ডলার টাকা পাবেন না৷  যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি৷
সামনে টানা ক্রিকেটীয় মরশুম তাই আইপিএল না খেলে পরিবারকে সময় দিতে চান জাম্পা৷ যার জেরে তিনি ২৭০,০০০ ডলার টাকা পাবেন না৷  যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি৷
এদিকে জাম্পা সরে যাওয়ায় বেশ খানিকটা নড়বড়ে হয়ে গেল রাজস্থান রয়্যালস৷ কারণ এর আগেই চোটের জন্য সরে গিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা৷ প্রসিদ্ধ কৃষ্ণার অস্ত্রোপচারের কারণে খেলতে পারছেন না৷
এদিকে জাম্পা সরে যাওয়ায় বেশ খানিকটা নড়বড়ে হয়ে গেল রাজস্থান রয়্যালস৷ কারণ এর আগেই চোটের জন্য সরে গিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা৷ প্রসিদ্ধ কৃষ্ণার অস্ত্রোপচারের কারণে খেলতে পারছেন না৷
এদিকে আইপিএল শুরুর একদিন আগে সিএসকে হারিয়েছে তাদের বেবি মালিঙ্গা পথিরানাকে ৷ তাঁর হ্যামস্ট্রিং চোটের কারণে তার খেলা হচ্ছে না৷
এদিকে আইপিএল শুরুর একদিন আগে সিএসকে হারিয়েছে তাদের বেবি মালিঙ্গা পথিরানাকে ৷ তাঁর হ্যামস্ট্রিং চোটের কারণে তার খেলা হচ্ছে না৷
পাথিরানা আইপিএলে দারুণ বোলিং করেন৷ ৯০ বল হয়ে যাওয়ার পর ১৬ থেকে ২০ ওভারের মধ্যে তাঁর বোলিংয়ের ইকনমি ৮.০০ ছিল, যা এই ওভারে সেরা বোলিং ইকনমি৷ তাঁর চোটের জায়গা হতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য৷ তিনি বাংলাদেশের বাঁহাতি বোলার৷
পাথিরানা আইপিএলে দারুণ বোলিং করেন৷ ৯০ বল হয়ে যাওয়ার পর ১৬ থেকে ২০ ওভারের মধ্যে তাঁর বোলিংয়ের ইকনমি ৮.০০ ছিল, যা এই ওভারে সেরা বোলিং ইকনমি৷ তাঁর চোটের জায়গা হতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য৷ তিনি বাংলাদেশের বাঁহাতি বোলার৷