KKR vs MI, Match : হারের হ্যাটট্রিক করল মুম্বই ইন্ডিয়ান্স, ব্যাট হাতে রোহিতদের খুন করলেন প্যাট কামিন্স

মুম্বই ইন্ডিয়ান্স – ১৬১/৪
কেকেআর – ১৬২/৫

কেকেআর জয়ী ৫ উইকেটে

#পুনে: মুম্বই ইন্ডিয়ান্স যেভাবে শুরু করেছিল ব্যাটিংয়ে, আর যেভাবে শেষ করল, তার মধ্যে ছিল বিস্তর ফারাক। প্রথম ইনিংসে কেকেআর বোলাররা ১৫ ওভার রাজত্ব করলেন। শেষ কয়েকটা ওভার সূর্যকুমার, তিলক এবং পোলার্ড ঝড়ে সম্মানজনক স্কোরবোর্ড তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ইনিংস শেষ হওয়ার পর সূর্যকুমার বলেছিলেন, ১৬১ এই উইকেটে যথেষ্ট লড়াই করার মত রান। কারণ বল কিছুটা থমকে আসছে।

কেকেআর যখন রান তাড়া করতে নামল সেটাই দেখা গেল। থামপি, স্যামস, বুমরাহদের বিরুদ্ধে কিছুতেই টাইমিং করতে পারছিলেন না রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। প্রথম চারটি ওভারে কেকেআরের রান ছিল ১৫। মিলস এসেই তুলে নিলেন অজিঙ্কা রাহানেকে (৭)। এদিন আবার ব্যর্থ তিনি। শেষ তিন ম্যাচে ১১,৯ এবং ৭ করলেন রাহানে। পাওয়ার প্লেতে কেকেআরের রান ছিল ৩৫-২।

ড্যানিয়েল স্যামস শর্ট বলে আউট হলেন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (১০)। মুম্বইয়ের পাতা ফাঁদে পা দিলেন কেকেআর অধিনায়ক। শটে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ তিনি। অধিনায়ক হিসেবে শ্রেয়সকে কিন্তু লম্বা ইনিংস খেলার দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখনও পর্যন্ত ব্যর্থ তিনি। স্যাম বিলিংস পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি করে এগোচ্ছিলেন। কিন্তু মুরুগান অশ্বিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ আউট হলেন।

১০ ওভার শেষে কেকেআরের রান ছিল ৬৭/৩। অন্যান্য মাঠে দ্বিতীয়ার্ধে বোলারদের শিশির অসুবিধার সৃষ্টি করলেও, পুনের মাঠে শিশির বোলারদের সেরকম মুশকিলে ফেলেনি। আবার ব্যর্থ নীতিশ রানা। মুরুগানের বলে মারতে গিয়ে সহজ ক্যাচ দিলেন (৮)। এখনো পর্যন্ত এবারের আইপিএলে রানা সুপার ফ্লপ। হয়তো পরের ম্যাচে বাদ পড়ে যাবেন।

আন্দ্রে রাসেল এসে ১১ করে ফিরলেন টাইমাল মিলসের বলে। শর্ট বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিলেন। ইংল্যান্ডের বাঁহাতি পেসার এদিন দুরন্ত বল করলেন। এই জায়গা থেকে প্রবল চাপ তৈরি হয়ে গেল নাইট রাইডার্স এর উপর। তবুও যতক্ষণ ভেঙ্কটেশ আইয়ার ছিলেন আশা ছিল কেকেআরের। অন্যদিকে প্যাট কামিন্স ব্যাট হাতে কিছুটা অবদান রাখতে পারেন জানা ছিল।

এদিন অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট করতে নেমে একাই বদলে দিতে থাকলেন ম্যাচের রং। মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের পিটিয়ে ছাতু করলেন অস্ট্রেলিয়ান তারকা। বুঝিয়ে দিলেন বল হাতে নয়, ব্যাট হাতেও তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। ১৪ বলে অর্ধ শতরান পূর্ণ করলেন কামিন্স। চার ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। হারের হ্যাটট্রিক করল মুম্বই ইন্ডিয়ান্স।