অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Popular Actor Death: বিরাট দুঃসংবাদ! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা, আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

করাচি: বিনোজন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবর৷ ফের নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তালাত হুসেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা৷ অনেকদিন ধরেই করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তবে এবার আর শেষরক্ষা হল না৷ অকালেই না ফেরার দেশে চলে গেলেন তিনি৷

আরও পড়ুন-    চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

আর্টস কাউন্সিল অফ পাকিস্তান (এসিপি) করাচির সভাপতি আহমেদ শাহও হুসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷ একটি বিবৃতিতে, আহমেদ শাহ স্মরণ করে বলেছিলেন যে অভিনেতার এসিপি-র সঙ্গে একটি গভীর সংযোগ ছিল কারণ তিনি এর গভর্নিং বডির অংশ ছিলেন। তিনি বলেন, তালাত হোসেনের মতো একজন প্রশংসিত অভিনেতা বহু শতাব্দী পর জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন-  শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

পিটিভির মতে , হোসেন তার কর্মজীবন শুরু করেন ১৯৬০-এর দশকে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার দক্ষতা আরও বাড়াতে হবে এবং ১৯৭২সালে লন্ডন অ্যাকাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট-এ অভিনয় শিখতে ইংল্যান্ডে যান । তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে বন্দিশ , কারওয়ান , হাওয়াইন এবং পরচাইয়ান ৷ এবং তাঁর চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে চিরাঘ জলতা রাহা , গুমনাম এবং আইন অভিনেতা । হুসেনের কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকের সিরিয়ালেও বিস্তৃত। ২০০৬ সালে, তিনি নরওয়েজিয়ান চলচ্চিত্র Import-Export-এর জন্য আমান্ডা পুরস্কার পান , যা স্ক্যান্ডিনেভিয়ান অস্কার নামেও পরিচিত । তিনি প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি৷