প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী

Veteran Actress Death: মুহূর্তে সব শেষ…! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক খারাপ খবরে সকলের মন ভারাক্রান্ত৷ প্রয়াত হলেন মালায়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবির পোন্নাম্মা৷ বেশ কয়েক সপ্তাহ ধরে কোচি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি৷ অবশেষে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৯ বছর৷

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত৷ ভারতীয় চলচ্চিত্রে তিনি তাঁর ছাপ রেখে গেছেন৷ তাঁর মৃত্যুতে বিনোদন জগতে অপূরণীয় ক্ষতি৷ বিনোদন ইন্ডাস্ট্রি শোকের ছায়া নেমে এসেছে৷ ১৯৫০-এর দশকের শেষের দিকে আত্মপ্রকাশ করেন তিনি৷ প্রায় ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন৷ একটা সময়ের পর মা এবং দাদির ভূমিকার জন্য পরিচিত একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

আরও পড়ুন-         বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

চলচ্চিত্রে আসার আগে কবির পোন্নাম্মার অভিনয়ের যাত্রা মঞ্চে শুরু হয়েছিল, যেখানে তার অসীম প্রতিভা নজর কেড়েছিল। তিনি সত্যান, প্রেম নাজির, মামুটি, মোহনলাল এবং দিলীপ-সহ মালয়ালম সিনেমার সবচেয়ে আইকনিক অভিনেতাদের মধ্যে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন । মোহনলালের সঙ্গে তার অন-স্ক্রিন বন্ধন, বিশেষ করে, দর্শকদের সঙ্গে গভীরভাবে অনুরণিত হয়েছিল, তাকে তার চলচ্চিত্রে একজন লালিত মাতৃত্বের ব্যক্তিত্ব হিসেবে দৃঢ় করে তোলে।

আরও পড়ুন-          ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

২০২২ সালে পর্দায় উপস্থিত হওয়ার পরেই প্রবীণ অভিনেত্রী বার্ধক্য জনিত স্বাস্থ্যের কারণে ধীরে ধীরে দূরে সরে যান। ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও, যেমন ২০১১সালে তার স্বামীর মৃত্যু, তিনি চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সম্মানিত এবং প্রশংসিত ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুর খবরেও শোকে ভেঙে পড়েছিলেন ভক্তরা৷ তাঁর প্রতিভা এবং অবিস্মরণীয় ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন সকলে।