সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর বার বারই কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সুপ্রিম কোর্ট অবশ্য সিবিআই তদন্তেই আস্থা রেখেছে৷ এবার শিয়ালদহ আদালতেও সিবিআই-এর আইনজীবী বুঝিয়ে দিলেন, আরজি কর কাণ্ডে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির জন্য তদন্তকারীদের সময় লাগবে৷ সিবিআই-এর আইনজীবী বলেন, আমাদের হাতে জাদুকাঠি নেই যে সবকিছু একসঙ্গে সমাধান করে ফেলা যাবে৷

Sandip Ghosh: ছাত্রাবস্থা ‘বন্ধুহীন’! মহিলাদের প্রতি কেমন ব্যবহার? সন্দীপ ঘোষের বিরুদ্ধে শিউরে ওঠা অভিযোগ

*মহিলাদের প্রতি 'অতি দুর্বল' ছিলেন। কলেজ বা হস্টেল, কোথাওই কারও বন্ধু হয়ে উঠতে পারেননি। আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে এমনই নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। সংগৃহীত ছবি।
*মহিলাদের প্রতি ‘অতি দুর্বল’ ছিলেন। কলেজ বা হস্টেল, কোথাওই কারও বন্ধু হয়ে উঠতে পারেননি। আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে এমনই নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। সংগৃহীত ছবি।
*আরজি কর থেকে ডাক্তারি পাশ করেছিলেন সন্দীপ ঘোষ। পরে তিনি ওই মেডিক্যাল কলেজেরই অধ্যক্ষ হন। আরজি করের ঘটনাপ্রবাহে তাঁর উপর বিরক্ত তাঁর কলেজ জীবনের সহপাঠীরা। হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। সংগৃহীত ছবি।
*আরজি কর থেকে ডাক্তারি পাশ করেছিলেন সন্দীপ ঘোষ। পরে তিনি ওই মেডিক্যাল কলেজেরই অধ্যক্ষ হন। আরজি করের ঘটনাপ্রবাহে তাঁর উপর বিরক্ত তাঁর কলেজ জীবনের সহপাঠীরা। হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল তাঁর। সংগৃহীত ছবি।
*১৯৮৯ সালে আরজি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন সন্দীপ ঘোষ। ছ'বছর পর সেখান থেকে ডাক্তারি পাশ করেন। পরে অধ্যক্ষ হয়ে ওই মেডিক্যাল কলেজে যোগ দেন। আরজি করের সেই ব্যাচের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ রয়েছে, কিন্তু সেখানে কেউই সন্দীপ ঘোষ যুক্ত করেননি, তাঁর স্বভাবের জন্য এমনই দাবি। সংগৃহীত ছবি।
*১৯৮৯ সালে আরজি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন সন্দীপ ঘোষ। ছ’বছর পর সেখান থেকে ডাক্তারি পাশ করেন। পরে অধ্যক্ষ হয়ে ওই মেডিক্যাল কলেজে যোগ দেন। আরজি করের সেই ব্যাচের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ রয়েছে, কিন্তু সেখানে কেউই সন্দীপ ঘোষ যুক্ত করেননি, তাঁর স্বভাবের জন্য এমনই দাবি। সংগৃহীত ছবি।
*আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি এখন সিবিআই হেফাজতে। তবে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হন তিনি। পরে খুন-ধর্ষণের মামলায় হেফাজতে নেয়। সংগৃহীত ছবি।
*আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি এখন সিবিআই হেফাজতে। তবে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হন তিনি। পরে খুন-ধর্ষণের মামলায় হেফাজতে নেয়। সংগৃহীত ছবি।
*এদিকে, আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালে সন্দীপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। জুনিয়র ডাক্তাররা তাঁর পদত্যাগ দাবি করেন। পরে অবশ্য সন্দীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দেয় রাজ্য। সংগৃহীত ছবি।
*এদিকে, আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালে সন্দীপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। জুনিয়র ডাক্তাররা তাঁর পদত্যাগ দাবি করেন। পরে অবশ্য সন্দীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দেয় রাজ্য। সংগৃহীত ছবি।