অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার, বিনোদন জগতে শোকের ছায়া

Gangu Ramsay Death: অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক-পরিচালক, কিংবদন্তির মৃত্যুতে বড় ক্ষতি! বিনোদন জগতে শোকের ছায়া

মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ আবারও এক দুঃসংবাদ বিনোদন জগতে৷ আচমকা প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে৷ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বীরানা’ খ্যাত বিখ্যাত চিত্রগাহক৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন গাঙ্গু রামসে৷ মৃত্যুর আগের একমাস পরিস্থিতির চরম অবনতি ঘটে৷ তারপর তড়িঘড়ি করে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বলিউডের জনপ্রিয় এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্টিতে৷

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সময়টা ছিল ৭০-৮০ দশক৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স৷ তাদের মধ্যেই অন্যতম একজন ছিলেন গাঙ্গু রামসে৷ যার ক্যামেরার কাজ মুগ্ধ করেছে দর্শকদের৷ তার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সবচেয়ে চর্চিত ছবি ছিল ‘বীরানা’৷

একাধিক হরর ছবি ‘পুরানা মন্দির’, ‘বন্ধ দরওয়াজা’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘খোঁজ’-এর মতো একাধিক ছবিতে নিজেদের ছাপ রেখেছেন৷ নব্বইয়ের দশকে হরর ছবি মানেই ‘রামসে ব্রাদার্স’ ভীষণ ভাবে জনপ্রিয় ছিল৷ শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনে ছাপ রেখেছেন তিনি৷ একাধিক হরর শো ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স’, ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো রয়েছে তালিকায়৷