Bollywood Gossip: ক্যাটরিনার বরকেও গ্রেফতার করেছিল পুলিশ! কিন্তু কেন? কোন ঘটনায় অ্যারেস্ট করা হয়েছিল ভিকি কৌশলকে, জানেন?

মুম্বই: বলিউডের জনপ্রিয় নায়ক ভিকি কৌশল। ২০১৫ সালে ‘মসান’-এর হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ। প্রথম সিনেমাতেই বাজিমাত। অভিনয় গুণে মন জয় করে নেন দর্শকদের। সমালোচকদেরও প্রশংসা কুড়োন তিনি।

অভিনেতা হিসেবে নয়, বলিউডে বলিউডে ভিকির যাত্রা শুরু হয় সহকারী পরিচালক হিসেবে। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, এই ছবির জন্য পুলিশের হাতে গ্রেফতারও হন ভিকি কৌশল। ব্যাপারটা কী?

সম্প্রতি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ মুক্তির ১০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে ছবির কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয় কপিল শর্মার শো-তে। সেখানেই ভিকি-র গ্রেফতারি নিয়ে মুখ খোলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

আরও পড়ুন: ‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

অনুরাগ বলেন, “আমরা অনুমতি ছাড়াই একটা লোকেশনে শ্যুট করছিলাম। শ্যুটিংয়ের সময় জানতে পারি, ওটা অবৈধ বালি খাদান। হ্যাঁ, মাফিয়ারা বালি তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা শ্যুট করছি। সেই সময় ভিকি গ্রেফতার হয়।”

অনুরাগ কাশ্যপ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, পীযূষ মিশ্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি, বিনীত কুমার এবং পঙ্কজ ত্রিপাঠী। ভিকি ২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৬ মে অর্থাৎ আজ বৃহস্পতিবার অভিনেতার জন্মদিন। ৩৬ বছর বয়সে পা রাখলেন ভিকি কৌশল।

খুব শীঘ্রই ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘ছাভা’-য় দেখা যাবে ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানাকে। ছবিতে ভিকি ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন। রশ্মিকাকে দেখা যাবে ইসুবাই ভোনসালের ভূমিকায়।

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত প্রমুখ। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ছবিতে মুঘল রাজপুত্রের ভূমিকায় অভিনয় করছেন নীল ভূপালম। ‘জরা হটকে জরা বাঁচকে’-র পর পরিচালক পরিচালক লক্ষণ উতেকরের সঙ্গে এটা ভিকির দ্বিতীয় ছবি। ভিকি জানিয়েছেন, শ্যুটিং শেষ হয়েছে। চলতি বছরের ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছাভা’।

‘ছাভা’র পাশাপাশি কিয়ারা আডবাণী ও ভূমি পেড়নেকরের সঙ্গে পরিচালক শশাঙ্ক খৈতানের কমেডি ড্রামা ‘মিস্টার লেলে’-তেও দেখা যাবে ভিকিকে। রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’-এও অভিনয় করেছেন ভিকি। এই ছবিতে সানি দেওল এবং আমির খানও রয়েছেন।