Team India: মুম্বইয়ে জনস্রোতে ভাসল টিম ইন্ডিয়া, ফ্যানেদের ভালবাসায় আপ্লুত বিরাট-রোহিতরা

মুম্বই: টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর অবশেষে শুরু হল টিম ইন্ডিয়ার হুড খোলা বাসে পরিক্রমা। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এই র‍্যালি। তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। মুম্বইয়ে আরব সীগরের তীরে নামে ফ্যানেদের জনসুনামি।

ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পকিবার বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থা।

তবে বৃষ্টিতে র‍্যালি শুরু করতে কিছুটা দেরি হয়। তার সঙ্গে আরব সাগরের তীরে ফ্যানেদের জনপ্লাবনের কারণে মাঝে আটকে যায় রোহিত-বিরাটদের বিজয় রথ।মুম্বই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত, বিরাটেরা। সেখান থেকে হুড খোলা বাসে চেপে প্রায় ২ কিমি পথ পরিক্রমা করে ভরতীয় দল।

বৃষ্টিতে ভিজে গেলেও, দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও আরব সাগরের তীরে ফ্যানেদের জনসমুদ্রে এতটুকু ভাঁটা পড়েনি। সকলেই বিশ্বজয়ী ভারতীয় টিমকে একবার চোখের দেখা দেখতে চাইছে। ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করলেন না ফ্যানেদের। নেচে-গেয়ে ফ্যানেদের সঙ্গে গা ভাসালেন ক্রিকেটাররা। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন ভারতীয় দল। সেখানে তাঁদের সংবর্ধনা দেবে বিসিসিআই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটারেরা। বিমান বন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল। হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে বিকেলে মুম্বইয়ে পৌছায় ভারতীয় দল।