বিনীত গোয়েলকেও হলফনামা পেশের নির্দেশ

Vineet Goyal: বিনীত গোয়েলের কি বিপদ বাড়ল এবার? আরজি কর কাণ্ডে আদালতের বড় নির্দেশ

কলকাতা: আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে অভিযুক্ত তদানীন্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছেই উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। বিনীত গোয়েলের পাশাপাশি মামলাকারী ও কেন্দ্রীয় সরকারকেও এ বিষয়ে হলফনামা দিতে হবে বলে জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আগামী ১৩ নভেম্বরের মধ্যে সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিংকে মামলার যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে মন্ত্রকের আওতায় পড়েন আইপিএস-রা।

আরও পড়ুন: হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা

প্রধান বিচারপতিদের প্রশ্নের পর প্রাথমিকভাবে অভিযুক্তের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী এবং জনস্বার্থ মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানির মধ্যে সওয়ালের সময় বিতণ্ডা বাধে। নিজেরা যুক্তি-পাল্টা যুক্তি দেখান তাঁরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, সুপ্রিম কোর্ট আরজি করে খুন ও ধর্ষণের ঘটনার বিষয়ে মামলা শুনছে। বাকি অন্যান্য ইস্যু নিয়ে হাইকোর্টের মামলা শুনতে কোনও অসুবিধা নেই বলেই শীর্ষ আদালত জানিয়েছে।

মহেশ জেঠমালানির এই বক্তব্যের পরেই হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা শুনতে সম্মত হন। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্যাতিতা সম্পর্কে কী বলেন, ভিডিও ক্লিপে তাঁকে ৭ দিনে ধরাতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। যে ক্লিপিংস দেখিয়েই বিনীতের বিরুদ্ধে FIR ও পদক্ষেপ চায় জনস্বার্থ মামলাকারীরা।