কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ফোগট৷ ছবি- এএনআই

Vinesh Phogat on Olympics controversy: ‘একদিন সব বলব’, কংগ্রেসে যোগ দিয়েই অলিম্পিক্সের পদক বিতর্কে মুখ খুললেন ভিনেশ

নয়াদিল্লি: অলিম্পিক্সে তাঁর গলাতেই সোনার পদক জেতার স্বপ্নে বুঁদ হয়েছিল গোটা দেশ৷ কিন্তু হঠাৎ ফাইনাল ম্যাচের দিন সকালে জানা গিয়েছিল, সামান্য ওজন বৃদ্ধির জন্য অলিম্পিক্সে পদক জয়ের ম্যাচে আর লড়তেই পারবেন না ভিনেশ ফোগট৷ সোনার স্বপ্ন দেখানো ভিনেশ অলিম্পিক্স শেষ করেছিলেন সবার শেষে৷

এ দিন কংগ্রেসে যোগ দেওয়ার পরই অলিম্পিক্সে নিজের পদক বিতর্কে মুখ খুললেন ভিনেশ ফোগট৷ কংগ্রেসে যোগ দেওয়ার পর কুস্তি ফেড়ারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন ভিনেশ৷ তিনি অভিযোগ করেন, খারাপ সময়ে বোঝা যায় কে আপন, কে পর৷ আমাদের জন্য রাস্তায় টানা হ্যাঁচ়ড়া করা হয়েছিল, বিজেপি বাদে সব দল আমাদের পাশে ছিল৷ আমি গর্বিত যে আমি এমন একটি দলে যোগ দিয়েছি যারা মহিলাদের পাশে থাকে এবং যারা সড়ক থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ে তৈরি৷

এর পরেই অলিম্পিক্সের পদক বিতর্ক নিয়ে ভিনেশকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ তাঁকে প্রশ্ন করা হয়, অলিম্পিক্স থেকে তাঁর বহিষ্কার হওয়ার পিছনে কোনও চক্রান্ত ছিল কি না? জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভিনেশ বলেন, আমি একদিন সব বিস্তারিত বলব। আমাকে মানসিক ভাবে অনেক বেশি প্রস্তুত হতে হবে। লড়াই এখনও শেষ হয়নি। ব্রিজভূষনকে বিজেপি সমর্থন দিচ্ছে। আর কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, বিরোধীরা আমাদের সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন: আরজি করে কি সত্যিই গণধর্ষণ, নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে

সোনা জয়ের আশা শেষ হয়ে যাওয়ার পর রুপোর পদকের দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ ফোগট৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়৷ ভিনেশের অলিম্পিক্সের প্রস্তুতিতে কেন্দ্র যে কোনওরকম ক্রটি রাখেনি, সংসদে সেই দাবিও করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ ভিনেশ নিজেও বিবৃতি দিয়ে সেই সময় বিতর্কে ইতি টেনেছিলেন৷

যদিও বিরোধীরা তাঁর পদক হারানো বিতর্কে চক্রান্তের গন্ধই পেয়েছিলেন৷ ভিনেশের আর্জি খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত৷ রাজনীতিতে পা দিয়েই অবশ্য অলিম্পিক্সের পদক বিতর্ক ফের উস্কে দিলেন ভিনেশ৷