ভিনেশ ফোগট

ভিনেশ ফোগট কি রুপো পাবেন? বড় কথা জানিয়ে দিল অলিম্পিক সংস্থা, আজই ঘোষণা

এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ১৫০ কোটি ভারতীয় তাঁর জন্য প্রার্থনা করেছেন। সেই ভিনেশ ফোগটের ভাগ্য ঝুলে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের উপর। আজই হবে বড় ঘোষণা।
এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ১৫০ কোটি ভারতীয় তাঁর জন্য প্রার্থনা করেছেন। সেই ভিনেশ ফোগটের ভাগ্য ঝুলে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের উপর। আজই হবে বড় ঘোষণা।
এবার অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি বিভাগে খেলতে নেমেছিলেন ভিনেশ। সোনা জয়ী হিসেবে ছিলেন বড় দাবিদার। তবে শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে নামতে পারেননি তিনি। ভেঙে পড়েন ভিনেশ। এমন ঘটনার পর মন ভেঙে যায় দেশের মানুষেরও।
এবার অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি বিভাগে খেলতে নেমেছিলেন ভিনেশ। সোনা জয়ী হিসেবে ছিলেন বড় দাবিদার। তবে শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে নামতে পারেননি তিনি। ভেঙে পড়েন ভিনেশ। এমন ঘটনার পর মন ভেঙে যায় দেশের মানুষেরও।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন।
ভিনেশের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বাক। তিনি বলেছেন, নিয়ম তো নিয়মই। আন্তর্জাতিক সংস্থাকে নিয়ম মেনে চলতে হয়। ভিনেশের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ নয়। ওর জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু নিয়ম সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বাক। তিনি বলেছেন, নিয়ম তো নিয়মই। আন্তর্জাতিক সংস্থাকে নিয়ম মেনে চলতে হয়। ভিনেশের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ নয়। ওর জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু নিয়ম সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
বাক আরও বলেছেন, আমরা কতটা নিয়ম মেনে কাজটা করি তা এবার অলিম্পিক্সে সবাই দেখেছে আরও একবার। ভিনেশের ব্যাপারটা এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। আমরা নিজেদের যুক্তি জানিয়েছি।
বাক আরও বলেছেন, আমরা কতটা নিয়ম মেনে কাজটা করি তা এবার অলিম্পিক্সে সবাই দেখেছে আরও একবার। ভিনেশের ব্যাপারটা এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। আমরা নিজেদের যুক্তি জানিয়েছি।
যদিও ভারতীয় অলিম্পিক্স সংস্থা কিন্তু ভিনেশের রুপো জয়ের ব্যাপার আশাবাদী। তাদের দাবি, শুনানি ভাল হয়েছে। সিদ্ধান্ত ভিনেশের পক্ষে যেতে পারে।
যদিও ভারতীয় অলিম্পিক্স সংস্থা কিন্তু ভিনেশের রুপো জয়ের ব্যাপার আশাবাদী। তাদের দাবি, শুনানি ভাল হয়েছে। সিদ্ধান্ত ভিনেশের পক্ষে যেতে পারে।