ভিনেশ ফোগট এবার কুস্তির আখড়া ছেড়ে নামলেন রাজনীতির উঠোনে। তাঁর সঙ্গে আরেক কুস্তিগীর বজরং পুনিয়াও রাজনীতিতে নাম লেখালেন।

Vinesh Phogot: ফের প্রতিবাদী ভিনেশ ফোগট! মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা নিয়ে পোস্ট ঘিরে শোরগোল

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যে সকল মহিলা কুস্তিগির দিল্লি কোর্টে সাক্ষী হয়েছিলেন তাঁদের প্রত্যেকের সুরক্ষা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানালেন জাতীয় তারকা কুস্তিগির ভিনেশ ফোগট। দিল্লি পুলিশের তরফ থেকে সকলের সুরক্ষা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জীবনবিমার টাকা আত্মসাৎ করতে স্ত্রীকে সাপের বিষ দিলেন স্বামী! তারপর? অবিশ্বাস্য

ভিনেশ এবং তাঁর তুতো বোন তথা দেশের আর এক কুস্তিগির বজরঙ পুনিয়ার স্ত্রী সঙ্গীতা ফোগটও ব্রিজভূষণের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ তোলেন। এরফলে উত্তাল হয় ক্রীড়ামহল। এই বিষয় নিয়ে মুখ খোলেন অনেক মহিলাই। আন্দোলন নেমে আসে রাজপথে। এরপরেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান তথা এই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। চার্জশিটও পেশ করা হয়। মামলা আদালতে ওঠে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয় আগামী শুক্রবার। কিন্তু তার আগেই দিল্লি পুলিশের এই আচরণে বিস্ময় প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন ভিনেশ।

নিজের এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গে তিনি লেখেন, “কোর্টে যে সকল মহিলা কুস্তিগির ব্রিজ ভূষণের বিরুদ্ধে সাক্ষ্যপ্রদান করতে চেয়েছিল তাঁদের প্রত্যেকের সুরক্ষা দিল্লি পুলিশ সরিয়ে নিয়েছে।” এরপরেই তিনি দিল্লি পুলিশকেও ট্যাগ করেন। তার সঙ্গেই তিনি জাতীয় মহিলা কমিশনকেও ট্যাগ করেন।


ভিনেশের এই পোস্টের জবাবে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের তরফ থেকেও পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “দিল্লি পুলিশ মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা কমায়নি। আমরা হরিয়ানা পুলিশকে বলেছি এই দায়িত্বটা বুঝে নিতে। এর সঙ্গে সুরক্ষা কমানোর কোনও সম্পর্ক নেই।”