কলকাতা: ওভারব্রিজের রেলিংয়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছেন ছিপছিপে এক তরুণী। পরনে লাল রঙা সালোয়ার কামিজ। আচমকাই এই দৃশ্য দেখে রীতিমতো হতচকিত হয়ে পড়েন এলাকার মানুষ। না না কোনও ছবির শ্যুটিং চলছিল না। বরং বাস্তবেই ঘটেছে এহেন ঘটনা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ঝুমকা সিটি বরেলি। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা।
মঙ্গলবার সকাল সকাল বরেলির মীরগঞ্জ শহরে ওভারব্রিজের রেলিংয়ের একেবারে কিনারায় এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন সকলে। বারবার ওই রেলিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। অনেকটা সেই কালজয়ী শোলে ছবির দৃশ্যের মতো।
ছবিতে টাঙ্গেওয়ালি বসন্তীর জন্য বীরু-রূপী ধর্মেন্দ্র জলের ট্যাঙ্কে উঠে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই দৃশ্যের সঙ্গে বাস্তবের মিল রয়েছে ঠিকই। তবে এক্ষেত্রে বীরুর জায়গায় অবশ্য ওভারব্রিজের রেলিংয়ে উঠেছিলেন ওই যুবতী। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি। আসলে জানা গিয়েছে যে, নিজের প্রেমিকের সঙ্গে কোনও বিষয় নিয়ে জোর বিবাদ হয়েছিল ওই যুবতীর। আর ওই বিবাদের জেরে চরম বিপজ্জনক পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, নিজের প্রেমিকের সঙ্গে ঝগড়া করার পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই যুবতী। তাই তিনি সটান উঠে গিয়েছিলেন ওভারব্রিজের রেলিংয়ে। এরপর একেবারে রেলিংয়ের কিনারায় দাঁড়িয়ে রীতিমতো লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এহেন দৃশ্য দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করলেও মহিলাটি নিজের দাবিতে অনড় থাকেন এবং কারও কথা শুনতে রাজি হননি। প্রায় ৩ মিনিট ধরে চলে এমন টানাপোড়েন। আর প্রত্যক্ষদর্শীদের অবস্থাও তখন তথৈবচ!
সময় বয়ে চলে। মহিলা কিছুতেই নেমে আসতে চাননি। এদিকে প্রত্যক্ষদর্শীরা মহিলার মনোযোগ বিক্ষিপ্ত করার চেষ্টা করতে থাকেন। এরপর একজন সাহসী ব্যক্তি সেই সুযোগেরই সদ্ব্যবহার করে যুবতীর পিছন দিকে গিয়ে তাঁকে জাপটে ধরে নামিয়ে আনেন। এভাবেই যুবতীর জীবন রক্ষা পায়। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে উপস্থিত মানুষও।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মীরগঞ্জ থানার পুলিশ। আটক করে যুবতীর প্রেমিককে। সিও গৌরব সিং বলেন যে, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং সমস্ত তথ্য সংগ্রহ করছেন। এদিকে এই ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হু-হু করে ছড়িয়ে গিয়েছে। ফলে এটাই এখন বরেলির বাসিন্দাদের আলোচ্য বিষয় হয়ে উঠেছে।