Viral Video|| দোকানে ঢুকে ২৫ গ্রাহকের তুমুল চুলোচুলি-মারামারি! ভাইরাল ভিডিও অবিশ্বাস্য

#কলকাতাঃ প্রথম সারির দেশেও যে এমন হতে পারে, সেটা দেখতে পেয়ে চমকে উঠেছে গোটা দুনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি ওয়ালমার্টের অভ্যন্তরে এক হিংসাত্মক মারপিট শুরু হয়। ঘটনায় বিশ জনেরও বেশি গ্রাহক জড়িত ছিল, বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে ঘটনার পড়ে পুলিশ কর্তৃপক্ষ ফৌজদারি তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে৷ মঙ্গলবার রাত ৯’টার দিকে, ফার্গুসনের সেন্ট লুইস শহরতলির ওয়েস্ট ফ্লোরিস্যান্ট অ্যাভিনিউতে ওয়ালমার্টের স্টোরের সেলফ-চেকআউট এলাকায় ঝগড়া শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সেই ছোটখাটো ঘটনা বিশৃঙ্খলার রূপ নেয়।

কিছু ব্যক্তি তো অন্য আক্রমণকারীদের মারতে লোহার রড পর্যন্ত তুলছিল। কাঁচের জিনিস ছুঁড়ে ফেলতেও দেখা যায়। যদি, পুলিশ পৌঁছনোর আগেই ওয়ালমার্টের কর্মীরা ঝগড়া শান্ত করতে সক্ষম হয়েছিল। তবে, ঘটনাটা ঠিক কী ঘটেছে তা নির্ধারণ করতে পুলিশ ওয়ালমার্টের দেওয়া সিসিটিভি ফুটেজ খুঁজছে।

আরও পড়ুনঃ বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক

ঝগড়া-বিবাদের তোলা একটি ভিডিওতে লোকেদেরকে আক্রমণাত্মকভাবে মারধর, লাথি মারতে এবং একে অপরকে আঘাত করতে দেখা গিয়েছে, যা সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ভাইরাল হয়েছে। এই মারামারির ঘটনায় আহত বা গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি।

ফার্গুসনের পুলিশ প্রধান ফ্রাঙ্ক ম্যাককল বলেছেন, “আমি সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভিডিও দেখেছি, এবং এটি সত্যি লজ্জাজনক। এটা মেনে নেওয়া যায় না।” পুলিশ প্রধানের অনুমান, ১০ থেকে ২৫ জন লোক মারামারিতে জড়িত ছিল। ম্যাককলের মতে, নিরাপত্তা জনিত যে কোনও সমস্যা থাকলে পুলিশ সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত। ওয়ালমার্টের মতো ঘটনা আর একবার সেই প্রয়োজনীতাকে মনে করিয়ে দেয়।

আরও পড়ুনঃ ৫৭০ ভরি সোনায় সাজবেন মা কালী! কেমন হবে ‘কেষ্ট’হীন পুজো? নজর রাখছে সিবিআই

ওয়ালমার্টের পক্ষ থেকে এক প্রতিনিধি বলেছেন, “আমরা আমাদের গ্রাহকদের এবং সহযোগীদের নিরাপত্তাকে সর্বদা অগ্রাধিকার দিই এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করি। ভবিষ্যতেও তাঁর ব্যতিক্রম হবে না।”

যদিও এই ওয়ালমার্টেই অতীতে একই ধরনের ঘটনা আগেও ঘটেছিল। গ্রাহকরা এবং এলাকার বাসিন্দারা দোকানটি বন্ধ করার অনুরোধ করেছিলেন অনেক আগেই। এখন দেখা হচ্ছে যে, মারপিটের সময় ওয়ালমার্টের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেউ উপস্থিত ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে ভাইরাল ভিডিওতে কিছু ক্যাশিয়ারের উপস্থিতি দেখা যায়।