Watch Viral Video

Viral Video:মাছ ধরার ছিপে টান পড়তেই শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত! এ কী ধরা পড়েছে? গায়ে যেন বাল্ব জ্বলছে! অদ্ভুত প্রাণীর ভিডিও ভাইরাল

সমুদ্রের নীচে এমন হাজার-হাজার-কোটি-কোটি রহস্য রয়েছে, যার উদ্ঘাটন এখনও করতে পারেননি বৈজ্ঞানিকরা। এখনও এমন বহু প্রাণী রয়েছে, যার পরিচয় জানে না সাধারণ মানুষ। কোনও বই বা ইন্টারনেটেও নেই সে’সব প্রাণীর উল্লেখ। আর যখন তেমন কোনও প্রাণী চোখের সামনে হাজির হয়, স্বাভাবিকভাবেই মানুষের চোখ কপালে ওঠে। সম্প্রতি এমন-ই এক ঘটনা ঘটল।

মাছ ধরতে গিয়ে চক্ষু চড়কগাছ! ছিপ-এ যে প্রাণীটি ধরা পড়ল, সেটা কি মাছ না অন্য কিছু? পায়ের তলার মাটি কেঁপে উঠল মৎস্যজীবীদের। তবে গোড়া থেকেই ঘটনাটি বলা যাক। নদীতে মাছ ধরে গিয়েছিলেন কয়েকজন। বোট তখন মাঝ নদীতে। ছিপের ফাতনায় টান পড়ল। মাছ টোপ গিলেছে, এইভেবে ছিপে টান দিলেন ব্যক্তি! আর তারপর যা দেখলেন… রীতিমত কেঁপে উঠলেন তিনি-সহ বোটে হাজির থাকা বাকিরা।

ঠিক কী দেখলেন? দেখুন সেই ভিডিও–

টোপ গিলেছে অদ্ভুত এক প্রাণী। সেটা কি মাছ? না অন্য কিছু? সাপের মতো লম্বা, তরতরিয়ে জলে সাঁতার কেটে চলেছে। গায়ে যেন বাল্ব জ্বলছে। প্রাণীটির ভিডিও তুলে রাখেন ব্যক্তিরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। ঘটনাটি ঘটেছে কানাডায়।

আরও পড়ুন:বাদুড়ের আছে পাখির মতো ডানা, উড়তেও পারে, তবে কি বাদুড় পাখি? নাকি পশু? সঠিক উত্তরটায় চমকাবেন

আরও পড়ুন:কুকুরকে রোজ খাওয়ান? জানেন এর ফলে কী হচ্ছে আপনার জীবনে? কল্পনাও করতে পারবেন না

ভিডিওতে দেখা যায়, লম্বাকৃতি মাছটির গায়ে যেন বাল্ব জ্বলছে। জলের মধ্যে সাপের মতো তরতরিয়ে চলছে। অনেকটা কুমিরের মত দেখতে, গায়ে লম্বা-লম্বা কাঁটা যা জলের তোরে নড়ছে। গায়ের অদ্ভুত ডিজাইন দেখে মনে হচ্ছে যেন গায়ে বাল্ব জ্বলছে। পোস্ট করার সঙ্গেসঙ্গেই ভিডিওটার ভিউ ২২ লাখ ছাড়িয়েছে। এই অদ্ভুত মাছটির নাম জায়ান্ট স্টারজেন ফিশ। প্রায় ১০ ফিট পর্যন্ত লম্বা হয়। ওজন হয় ২২৭ কেজি পর্যন্ত।