কয়েকশো কোটি টাকার মালিক, বিরাট কোহলি তবু টিকিট কাটেন সস্তায়! ভাইরাল ভিডিও

কলকাতা: কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি তাঁর। তবুও তিনি পা মাটিতে রেখেই চলেন। বিরাট কোহলি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন। তবে আজ তিনি বিরাট তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯তম ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ১২১ বলে ১০১ রান করেন তিনি। বিশ্বকাপে এমনিতেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তার উপর জন্মদিনে কলকাতায় এসে সেঞ্চুরি করে গেলেন তিনি। বিরাট কোহলি এখন যেন ক্রিকেটপ্রেমী মানুষদের অন্যতম ভরসা।

৩৫তম জন্মদিনে ৪৯তম ওডিআই সেঞ্চুরি করে সবার মন জিতে নেন বিরাট কোহলি। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারায় ভারতীয় দল। ফলে বিরাটের জন্মদিন আলাদা মাত্রা পায়।

আরও পড়ুন- কোন অঙ্কে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! অপেক্ষায় কলকাতা

যদিও জন্মদিন, সেঞ্চুরির পরও বিরাট কোহলি এমন একটা কাজ করলেন, তাতে সবার মনে তাঁর জন্য সম্মান আরও বেড়ে গেল। সেঞ্চুরির পর কলকাতা থেকে বেঙ্গালুরুর ফ্লাইট ধরেন বিরাট কোহলি। তবে তাঁকে দেখা গেল ইকোনমি ক্লাসে।

তবে ইন্ডিগো-র ফ্লাইটে বিজনেস ক্লাস নেই। ফলে নিতে হয় এক্সএল সিট। বিরাট কোহলিকেও তাই দেখা গেল সাধারণ যাত্রীর সামনে। বিরাট কোহলিকে দেখে অন্য যাত্রীরা কার্যত অবাক হয়ে যান।

আরও পড়ুন- IND VS PAK: ভারত-পাকিস্তান সেমি ফাইনাল হলে লাভ টিম ইন্ডিয়ার! কিন্তু কারণটা কী

মাথায় টুপি, মুখে মাস্ক দিয়ে ফ্লাইটে ওঠেন বিরাট কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই বলছেন, বিরাট কোহলি একেবারে মাটির মানুষ। তিনি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও বিমানের ইকোনমি ক্লাসে চড়েন।