Madhya Pradesh: মদ সাবাড় করে ‘মাতাল’ ইঁদুর! মাথায় হাত পুলিশের, থানায় হূলস্থূল কাণ্ড

মধ্যপ্রদেশ: শুনতে দারুণ মজার! মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যে ঘটনা ঘটেছে, তা শুনলে যে কারও হাসিতে পেট ফেটে যাবে৷ থানার মধ্যে ইঁদুর যা কীর্তি করেছে, তাতে গণেশের এক বাহনকে ‘গ্রেফতার’ও করতে বাধ্য হয়েছে পুলিশ৷ পেশ করা হয়েছে আদালতেও৷ ছিন্দওয়াড়া থানার একটি ঘরেই রাখা হয় বাজেয়াপ্ত করা নানা ধরনের মাদক দ্রব্য৷ সেখানকারই একটি ঘরে রাখা ছিল ৬০টি দেশি মদের বোতল৷ পুলিশের অভিযোগ, সেই ৬০ বোতলেরই মদই খেয়ে সাবাড় করে দিয়েছে ইঁদুর৷ ফলে দেশি মদের কারবারে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই কিন্তু নিতে পারল না পুলিশ৷ কারণ, তথ্যপ্রমাণ তো সব নষ্ট! ঠিক কী হয়েছিল ঘটনাটা? বিস্তারিত জানুন..

ঘটনাস্থল, ছিন্দওয়াড়ার কোতয়ালি পুলিশ থানার এভিডেন্স রুম৷ সেখানেই বাজেয়াপ্ত মদ থেকে শুরু করে মাদক সবই রাখা হয়৷ পুলিশ সূত্রের খবর, সেখানেই রাখা ছিল, বাজেয়াপ্ত করা ৬০টি দেশি মদের বোতল৷ কিন্তু, দেশি মদের বোতল হওয়ায় সেই বোতলগুলি ছিল প্লাস্টিকের৷ ইঁদুর তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সেই বোতল কেটে দিয়েছে৷

আরও পড়ুন: শিবপুরে ভয়াবহ আগুন, ঘুসুড়িতে ভেঙে পড়ল ছাদ! একদিনে জুটমিলে দুই বিপর্যয়

পুলিশকর্মীরা যখন গোটা ঘটনাটা চাক্ষুষ করেন, তখন ক’টা ইঁদুর দেশি মদ খেয়ে উল্টে ‘মাতাল’৷ বাকিরা গায়েব৷ অতঃপর সেই ‘মাতাল’ ইঁদুরগুলিকেই তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷

ওই থানার আইসি উমেশ গোহলানি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘নিয়ম মেনে আমরা গোটা বিষয়ের উপরে একটি পঞ্চানামা রিপোর্ট তৈরি করেছি এবং আদালতে পাঠিয়েছি৷ প্রমাণ হিসাবে খালি বোতলগুলিও পেশ করা হয়েছে৷’’ আইসি জানিয়েছেন, তাঁদের থানার বিল্ডিংটি বহু পুরনো৷ চারিদিকে প্রচুর ইঁদুর৷ মদের ঘটনার পরে অবশ্য বেশ কয়েকটা ইঁদুরকে ফাঁদ পেতে ধরা হয়েছে বলেও জানান তিনি৷

আরও পড়ুন: পরিচারককেও সম্পত্তি দান করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক! বানিয়েছিলেন ডিরেক্টরও, ইডির হাতে এল নতুন তথ্য

কিন্তু, মজার বিষয় হল, ওই এভিডেন্স রুমের মধ্যে থাকা আর কোনও জিনিসপত্রের কিন্তু, কোনও ক্ষতি হয়নি। সত্যি সত্যি ইঁদুরই ওই কাণ্ড ঘটিয়েছে তো? প্রশ্ন কিন্তু থাকছেই৷