IND VS ENG: উইকেটের পিছনে পন্থ না ঋদ্ধি? উত্তর দিলেন বিরাট কোহলি

#চেন্নাই: ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ভারতের মাটিতে৷ আর কয়েক ঘণ্টা পরে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড (India vs England) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ৷ এখন প্রশ্ন জো রুটদের (Joe Root) বিরুদ্ধে উইকেটের পিছনে ভারত কাকে খেলাবে? উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে দলে রয়েছেন টেস্টের এক নম্বর কিপার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও তরুণ প্রতিভা ঋষভ পন্থ (Rishabh Pant)৷

বৃহস্পতিবার প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বিরাট কোহলিকে (Virat Kohli)৷ তাঁকে এই প্রশ্নই করা হয়েছিল৷ বিরাট সাফ জানিয়ে দিলেন যে গাব্বার নায়ক পন্থই ভারতের পছন্দ৷ পন্থের প্রসঙ্গে কোহলি বলছেন, “আগামিকাল ঋষভ খেলবে৷ অস্ট্রেলিয়ায় ও বিরাট প্রভাব ফেলেছিল৷ ও ভাল জায়গায় রয়েছে৷ ওকে নিয়েই এগিয়ে যাব আমরা৷ আইপিএলের পর নিজের খেলা ও ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছে ঋষভ৷ ওর উন্নতি দেখে আমরা খুশি৷”

বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় অজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাপ্টেনসি নিয়েও প্রশংসা করলেন কোহলি৷ তিনি বলেন, ” শুধু জিঙ্কস (রাহানেকে এই নামেই দলে ডাকা হয়) নয়, দলের সকলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে বিশ্বাস থেকে৷ আমাদের একটাই লক্ষ্য, ভারতের জয়৷ আমি বলতে চাই জিঙ্কস দেশের পতাকা তুলে ধরে অস্ট্রেলিয়ায় নিজের দায়িত্ব পালন করেছে৷ এটা দেখে অসাধারণ লাগল যে, ও দলটাকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছে৷ সবসময় এটাই আমাদের লক্ষ্য৷” রাহানের সঙ্গে তাঁর বোঝাপড়া নিয়েও কথা বললেন, “আমি আর জিঙ্কস এক সঙ্গে ব্যাটিং করা উপভোগ করেছি৷ এটা দেখে বোঝা যায় যে, আমাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে৷ মাঠের বাইরেও সেই বন্ডিং আছে৷ আমরা প্রচুর কথা বলি৷ একে অপরের সঙ্গে জুড়ে থাকি৷ বিশ্বাস থেকেই এই সম্পর্কটা হয়েছে৷”