জঘন্য ক্যাচ মিস! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারে হঠাৎ হিরো থেকে ভিলেন কোহলি

#পারথ: একে স্কোরবোর্ডে এত অল্প রান। এই রান বাঁচিয়ে জিততে গেলে ভাল বোলিংয়ের পাশাপাশি ভাল ফিল্ডিং দরকার। ভারত শুরু থেকে ভাল বোলিং করল। আরশদীপ, শামি, ভুবনেশ্বর নিজেদের উজাড় করে দিলেন। প্রথম দশ ওভার ম্যাচে ছিল ভারত। কিন্তু এরপর হাত খোলে দক্ষিণ আফ্রিকা। মার্করাম এবং মিলার কাউন্টার অ্যাটাক শুরু করেন।

জঘন্য ফিল্ডিং করলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ৩৪ রানের মাথায় মার্করামের সহজ ক্যাচ ফেলে দিলেন। অশ্বিন বিশ্বাস করতে পারছিলেন না। হাতে ধরেও দুবার বাউন্স সামলাতে পারলেন না বিরাট। গোটা স্টেডিয়াম চুপচাপ। এই একটা মুহূর্ত তাকে ভিলেন বানিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

যেদিন ভাগ্য খারাপ থাকে সেদিন সবকিছুই খারাপ হয়। এক ওভার পর মার্করামের সহজ রান আউট মিস করে গেলেন রোহিত শর্মা। তিনটে উইকেট দেখতে পাচ্ছেন, এমন জায়গা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে রান আউট মিস ক্ষমা করা যায় না। সেটাই করলেন ভারত অধিনায়ক।

বিরাট এবং রোহিত দলের দুই সিনিয়র তম ক্রিকেটার রাখলেন জঘন্য ফিল্ডিং নিদর্শন। সেই মার্ক রাম শেষ পর্যন্ত জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। অর্ধশতরান করলেন। ভারত চলতি বিশ্বকাপে প্রথম হারল। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ভারতের জয় এনে দিয়েছিলেন আজ সেভাবেই সহজ ক্যাচ মিস করে ভিলেন হয়ে গেলেন কিং কোহলি।