IND vs ENG: পঞ্চম টেস্টে দলে ফিরলেন কোহলি? ভারতীয় দলে বড় পরিবর্তন! দেখে নিন কেমন হল দল

মুম্বই: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর জয়ের হ্যাটট্রিক করে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ৭ মার্চ থেকে ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ। পঞ্চম টেস্টে ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক হয় কিনা সেদিকেই নজর ছিল সকলের। বৃহস্পতিবার শেষ টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে শেষ টেস্টেও দলে ফিরছেন না বিরাট কোহলি।

সিরিজের শেষ ও নিয়মরক্ষার ম্যাচের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে একদিকে যেমন বিরাট কোহলি ফেরেননি, ঠিক অপরদিকে চতুর্থ টেস্টে বিশ্রাম নিয়ে ফিরছেন জসপ্রীত বুমরাহ। বুমরাহের বদলে চতুর্থ টেস্টে দলে এসেছিলেন আকাশ দীপ। পঞ্চম টেস্টে বাংলার পেসারকে দলে রেখে বাদ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। এটিই একমাত্র বড় পরিবর্তন। পঞ্চম টেস্টের জন্য মোট ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য় ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ় খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শ্রীকর ভরত (উইকেটকিপার), দেবদত্ত পড়িক্কল, অক্ষর পটেল, মুকেশ কুমার, আকাশ দীপ।

আরও পড়ুনঃ Team India: কেরিয়ার শেষ ৫ ভারতীয় তারকা ক্রিকেটারের! অবসর ঘোষণা সময়েক অপেক্ষা? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, সিরিজ জেতা হয়ে গেলেও ধরমশালা টেস্ট ভারতীয় দলের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই স্থানে জায়গা ধরে রাখতে জয় পাওয়া খুব দরকার টিম ইন্ডিয়ার জন্য। ফলে সিরিজে নিয়মরক্ষার ম্যাচ হলেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল।