ফিনকে বাঁচাল বনতারা

Vantara: লড়াই করতে গিয়ে গালে আঘাত লেগেছিল ফিনের, বনতারার পরম যত্নে জীবন পেল কুমিরটি

জামনগর: অনন্ত আম্বানির বনতারায় রয়েছে নোনা জলের কুমিরও। তবে এই প্রজাতির কুমিররা নিজেদের জায়গা কাউকে ছাড়তে চায় না। সেই সঙ্গে এদের মধ্যে অন্যদের প্রতি সহনশীলতাও কম থাকে। আর বনতারার বাসিন্দা নোনা জলের কুমিরদের মধ্যে অন্যতম হল ফিন। রোদ পোহানোর একটি জায়গার জন্য অন্য কুমিরদের সঙ্গে বেশ লড়াই হয় ফিনের।

যার জেরে তার বাম গালে গুরুতর আঘাত লাগে। আর এর ফলস্বরূপ সংক্রমণ এবং অন্যান্য কুমিরদের ফের আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল। কুমিরদের অভয়ারণ্যের কেয়ারটেকাররা ফিনের যন্ত্রণা দেখে অবিলম্বে ঝাঁপিয়ে পড়েন। খুব সাবধানে নোনা জলের কুমিরটিকে ধরে চিকিৎসার জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে আসেন তাঁরা। পরীক্ষানিরীক্ষা করে পশু চিকিৎসকেরা ফিনের গুরুতর অবস্থার কথা জানতে পারেন।

আরও পড়ুন: জোরকদমে অনন্ত-রাধিকার বিয়ের প্রস্তুতি, প্রি ওয়েডিংয়ে শাহরুখের বিশেষ নাচ! ভিডিও ভাইরাল

বুঝতে পারেন, গুরুতর আঘাতের কারণে ফিনের পেশি এবং গ্ল্যান্ডগুলি একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছিল। এরপর শুরু হয় চিকিৎসা। লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে ক্ষতস্থানটি ভাল করে পরিষ্কার করা হয়েছিল। এবার সন্তর্পণে আঘাতপ্রাপ্ত জায়গাটিকে সেলাই করে দেওয়া হয়েছিল।

এই উপায় অবলম্বনের পরে ফিনকে দীর্ঘ-কার্যকরী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল। যাতে তার সংক্রমণ না ছড়ায় আর ব্যথাও যাতে নিয়ন্ত্রণে থাকে। কয়েক সপ্তাহ ধরে বিশ্রাম এবং নজরদারিতে থাকার পরে দারুণ ভাবে সেরে উঠতে থাকে ফিন।

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ?এই? জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

ক্ষতস্থান পুরোপুরি সেরে যায় এবং তাকে নিজের এনক্লোজারে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সে জলেও ফিরে যায়। শুধু ফিন নয়, ফিনের মতো আরও অনেক প্রাণীর চিকিৎসার সাফল্যের গল্প বোনা হচ্ছে বনতারায়। গত সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডের ডিরেক্টর অনন্ত আম্বানির চালু করা বনতারা উদ্যোগের লক্ষ্য হল, দেশ-বিদেশের আহত, অত্যাচারিত এবং ঝুঁকির মুখে থাকা প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসন দেওয়া।

রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত অনন্ত আম্বানির মস্তিষ্কপ্রসূত বনতারা। এখানে অত্যাধুনিক আশ্রয়কেন্দ্র, বৈজ্ঞানিক ভাবে ডিজাইন করা দিন ও রাতের এনক্লোজার, হাইড্রোথেরাপি পুল, জলাশয় এবং হাতিদের আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য একটি বড় এলিফ্যান্ট জ্যাকুজি-সহ একটি হস্তী কেন্দ্রও রয়েছে।

সার্কাসে নিযুক্ত অথবা ঘিঞ্জি চিড়ায়াখানা থেকে উদ্ধার করে আনা অন্যান্য বন্যপ্রাণীদের জন্যও তৈরি করা হয়েছে ৬৫০ একরের একটি রেসকিউ এবং রিহ্যাবিলিটেশন সেন্টার। যেখানে ভারত তথা সারা বিশ্ব থেকে বিপর্যস্ত এবং বিপজ্জনক পরিবেশের প্রাণী উদ্ধার করে তাদের অত্যাধুনিক বড় এনক্লোজার এবং আশ্রয়কেন্দ্রে রাখা হয়। প্রসঙ্গত, বনতারা যেখানে অবস্থিত, সেই জামনগরেই আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী প্রাক-বিবাহ উৎসবের আসর।